বিজেন্দ্র সিংহ, নয়াদিল্লি: দ্বিতীয় মোদি সরকারের মন্ত্রিসভার প্রথম রদবদল হল বুধবার। এদিন রাষ্ট্রপতি ভবনে শপথবাক্য পাঠ করলেন ৪৩ জন। তাঁদের মধ্যে ৩৬ জন নতুন মন্ত্রী। পুরনোদের মধ্যে পদোন্নতি হল ৭ জনের। কেন্দ্রীয় মন্ত্রিসভায় নতুন ৭ মহিলা মুখ। বড় রদবদল হল দায়িত্বেও। তৈরি হল নতুন মন্ত্রক মিনিস্ট্রি অফ কোঅপারেশন বা সহযোগিতা মন্ত্রক।  এই মন্ত্রকের দায়িত্ব দেওয়া হয়েছে অমিত শাহকে। করোনা কালে সবচেয়ে গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্বে এলেন মনসুখ মাণ্ডব্য। হর্ষ বর্ধনের জায়গায় এই দায়িত্ব দেওয়া হল তাঁকে। একইসঙ্গে সার ও রসায়ন মন্ত্রকের দায়িত্বও সামলাবেন মনসুখ। পেট্রোলিয়াম মন্ত্রকের দায়িত্ব থেকে সরিয়ে ধর্মেন্দ্র প্রধানকে দেওয়া হল শিক্ষামন্ত্রকের দায়িত্ব। ক্যাবিনেটে পদোন্নতির পরে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির আবহে মন্ত্রকের দায়িত্ব পেলেন হরদীপ সিংহ পুরি। নতুন রেল ও তথ্য-প্রযুক্তিমন্ত্রীর দায়িত্বে ওড়িশা থেকে রাজ্যসভার সাংসদ অশ্বিনী বৈষ্ণব। প্রাক্তন এই আইএএস বাজপেয়ী জমানায় প্রধানমন্ত্রীর দফতরের ডেপুটি সেক্রেটারি ছিলেন।


এদিন মন্ত্রিসভার রদবদলের পর দায়িত্ব কমল পীযূষ গোয়েল ও স্মৃতি ইরানির। স্মৃতির হাতে থাকা বস্ত্রমন্ত্রকের দায়িত্ব দেওয়া হল পীযূষ গোয়েলকে। মহিলা ও শিশু কল্যাণ মন্ত্রকের দায়িত্ব অবশ্য থাকছে স্মৃতির হাতেই।


এক ডজনেরও বেশি কংগ্রেসের বিধায়কদের নিয়ে বিজেপিতে গিয়ে গেরুয়া শিবিরের হাতে মধ্যপ্রদেশ তুলে দেওয়ার পুরষ্কার পেলেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। তাঁকে অসামরিক বিমান পরিবহণমন্ত্রকের দায়িত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।


নতুন শ্রমমন্ত্রী হলেন ভূপেন্দ্র যাদব। কিরেণ রিজিজুর পরিবর্তে অনুরাগ ঠাকুর হলেন দেশের নতুন ক্রীড়ামন্ত্রী। সবমিলিয়ে মোট ৫৩টি মন্ত্রকের দায়িত্ব সামলাবেন ৩০ জন ক্যাবিনেট মন্ত্রী।


আগামী বছর যে সমস্ত রাজ্যে বিধানসভা ভোট, মন্ত্রিসভার সম্প্রসারণে সেদিকেও নজর দেওয়া হয়েছে বলে মত রাজনৈতিক মহলের। যেমন, উত্তরপ্রদেশে থেকে ৭ জন জায়গা পেয়েছেন কেন্দ্রীয় মন্ত্রিসভায়। এছাড়াও প্রধানমন্ত্রীর নিজের রাজ্য গুজরাত থেকে ৩ জন, মণিপুর ও উত্তরাখণ্ড থেকে একজন করে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হয়েছেন।


সবচেয়ে কমবয়সি কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন কোচবিহারের সাংসদ নিশীথ প্রামাণিক। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ডেপুটি হলেন তিনি। এছাড়াও ক্রীড়ামন্ত্রকের প্রতিমন্ত্রীর দায়িত্বও পেয়েছেন। আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ জন বার্লা কেন্দ্রীয় সংখ্যালঘু উন্নয়ন প্রতিমন্ত্রী। বাঁকুড়ার সাংসদ সুভাষ সরকার কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী এবং বনগাঁর সাংসদ, মতুয়া প্রতিনিধি শান্তনু ঠাকুর কেন্দ্রীয় জাহাজ ও জলপথ পরিবহণ প্রতিমন্ত্রী হয়েছেন।


এছাড়াও মীনাক্ষী লেখি, অনুপ্রিয়া পটেল-সহ ৭ মহিলা মুখকে কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা দেওয়া হয়েছে।