চেন্নাই: মানিব্যাগ তুলেই তা নিজের পকেটে ফেলে চম্পট দেওয়ার ভুল আর করছে না পকেটমাররা। বরং চুরি করা ব্যাগ থেকে টাকাটা বার করে নিয়ে ধীরে সুস্থে তা ফেলে যাচ্ছে কাছের কোনও পোস্ট বাক্সে। না, পরিচয়পত্র, আধার কার্ড, প্যান কার্ড তারা ছুঁয়েও দেখছে না।


শুধু চেন্নাইয়েই গত ৬ মাসে এমন ৭০টার মত ঘটনা সামনে এসেছে। মানিব্যাগগুলোয় টাকা পয়সা কিচ্ছু থাকছে না ঠিকই কিন্তু পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, আধার কার্ডের মত গুরুত্বপূর্ণ সব কাগজপত্র ঠিকঠাক থাকছে। ডাক বিভাগের কর্মীদের এখন আবার কাজ বেড়েছে, তাঁরা ওই সব কার্ড দেখে ঠিকানা খুঁজে খুঁজে মানিব্যাগের মালিকদের কাছে তাঁদের গচ্চা যাওয়া জিনিস পাঠিয়ে দিচ্ছেন। যদিও এতে ডাক বিভাগের আর্থিক লাভ কিছু হচ্ছে না।

আবার কোনও পরিচয়পত্রে ফোন নম্বর থাকলে সংশ্লিষ্ট ব্যক্তিকে ফোন করে অনুরোধ করা হচ্ছে, ডাক অফিসে এসে তাঁর মানিব্যাগ নিয়ে যেতে। যদি নম্বর না থাকে, তবে পরিচয়পত্রগুলি খামে ভরে তা নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দেওয়া হচ্ছে। কিছুটা হলেও হাঁফ ছাড়ছেন মানিব্যাগ খুইয়ে সঙ্কটে পড়া ব্যক্তিরা।