নয়াদিল্লি: কর্ণাটকের জঙ্গলে রাজকীয় বিচরণ ব্ল্যাক প্যান্থারের। আর সেই ছবি ধরা পড়ল ক্যামেরায়। পরে ট্যুইটারেও ওই ছবি সামনে আসে। ওয়াইল্ডলাইফ ফোটোগ্রাফার শাজ জং কাবিনি-র জঙ্গলে ওই ছবি নিজের ক্যামেরায় তোলেন। এর কয়েকটি ছবি আর্থ অ্যাকাউন্টের মাধ্যমে ট্যুইটারে শেয়ার করা হয়।
ক্যাপশনে লেখা হয়, ভারতের কাবিনি জঙ্গলে একটি কালো চিতার বিচরণ।
ব্ল্যাক প্যান্থারের জঙ্গলে চলাফেরা সবসময়ই রাজকীয়। এক্ষেত্রেও এর ব্যতিক্রম নয়।
আর এই ছবি সঙ্গে সঙ্গে ট্যুইটেরেটিদের নজর কেড়ে নেয়। লাইক পড়ে প্রায় আড়াই লক্ষ। রিট্যুইট হয়েছে ৫৫ হাজারের মতো।


এই ছবি অনেক ইউজারকেই মনে করিয়ে দিয়েছে দ্য জঙ্গল বুক-এর বাঘিরার-র কথা। সে কথা তাঁরা কমেন্টস সেকশনে জানিয়েছেন।
রুডইয়ার্ড কিপলিং-এর লেখা জঙ্গল বুক জঙ্গলে পশুদের মধ্যে বড় হয়ে ওঠা মনুষ্য সন্তান মোগলির কাহিনী। আর এই কাহিনী পর্দাতেও উঠে এসেছে।
জঙ্গল বুক-এ বাঘিরা, ব্ল্যাক প্যান্থার জঙ্গলে চলে আসা শিশু মোগলির রক্ষাকর্তা হয়ে ওঠে। বাঘিরা মোগলি-কে শেখায় জঙ্গলে বড় হয়ে ওঠার নিয়ম-কানুন।
এই ছবি দেখে কেউ কেউ মন্তব্য করেছেন, বাঘিরা, মোগলি কোথায়!