প্রধানমন্ত্রী তাদের বলেন, পড়ুয়া হিসাবে প্রশ্ন করাটা অত্যন্ত জরুরি। কখনও প্রশ্ন করতে ভয় পেও না। এটা শেখার অন্যতম মৌলিক ব্যাপার। তাদের খেলাধূলায়ও গুরুত্ব দেওয়ার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। পাশাপাশি বলেন, বিভিন্ন ক্ষেত্রে দক্ষতা অর্জন করা জরুরি, এতে তোমাদের সবসময় ভাল হবে। আমি বিশ্বকর্মা জয়ন্তীর এই বিশেষ দিনে তোমাদের স্কুলে এলাম। তোমার প্রত্যেককে এই দিনটির জন্য শুভেচ্ছা, অভিনন্দন।
কখনও প্রশ্ন করতে ভয় পেও না, ৬৮-তম জন্মদিনে নিজের কেন্দ্র বারাণসীর স্কুলপড়ুয়াদের বললেন মোদী
Web Desk, ABP Ananda
Updated at:
17 Sep 2018 07:53 PM (IST)
NEXT
PREV
বারাণসী (উত্তরপ্রদেশ): নিজের লোকসভা কেন্দ্র বারাণসীর স্কুলপড়ুয়াদের সঙ্গে ৬৮-তম জন্মদিন পালন করলেন নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী নারুর এলাকার একটি স্কুলের ছেলেমেয়েদের মুখোমুখি হয়ে তাঁদের সঙ্গে নানা বিষয়ে মতামত বিনিময় করেন। তাঁকে স্বাগতম বলে কচিকাচারা।
প্রধানমন্ত্রী তাদের বলেন, পড়ুয়া হিসাবে প্রশ্ন করাটা অত্যন্ত জরুরি। কখনও প্রশ্ন করতে ভয় পেও না। এটা শেখার অন্যতম মৌলিক ব্যাপার। তাদের খেলাধূলায়ও গুরুত্ব দেওয়ার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। পাশাপাশি বলেন, বিভিন্ন ক্ষেত্রে দক্ষতা অর্জন করা জরুরি, এতে তোমাদের সবসময় ভাল হবে। আমি বিশ্বকর্মা জয়ন্তীর এই বিশেষ দিনে তোমাদের স্কুলে এলাম। তোমার প্রত্যেককে এই দিনটির জন্য শুভেচ্ছা, অভিনন্দন।
প্রধানমন্ত্রী তাদের বলেন, পড়ুয়া হিসাবে প্রশ্ন করাটা অত্যন্ত জরুরি। কখনও প্রশ্ন করতে ভয় পেও না। এটা শেখার অন্যতম মৌলিক ব্যাপার। তাদের খেলাধূলায়ও গুরুত্ব দেওয়ার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। পাশাপাশি বলেন, বিভিন্ন ক্ষেত্রে দক্ষতা অর্জন করা জরুরি, এতে তোমাদের সবসময় ভাল হবে। আমি বিশ্বকর্মা জয়ন্তীর এই বিশেষ দিনে তোমাদের স্কুলে এলাম। তোমার প্রত্যেককে এই দিনটির জন্য শুভেচ্ছা, অভিনন্দন।
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -