প্রধানমন্ত্রীর মতে, পরিবেশ সংরক্ষণ ও আবহাওয়ার পরিবর্তন নিয়ে মানুষকে সচেতন করার উদ্দেশ্যেই এই অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন তিনি। সোমবার তিনি টুইট করেন। মোদী লেখেন, 'পরিবেশ ও আবহাওয়ার পরিবর্তন সম্পর্কে মানুষকে সচেতনতার বার্তা দিতে চাইলে ভারতের ঘন সবুজ অরণ্যের প্রকৃতি মাতার চেয়ে আর ভাল জায়গা হয় না। রাত নটায় আমার সঙ্গে যোগ দিন।'
তার আগে অনুষ্ঠানটির প্রচারে একটি টুইট করেন অ্যাডভেঞ্চারার গ্রিলসও। যিনি এই অভিযানে মোদীর সঙ্গীও। গ্রিলস লেখেন, 'পৃথিবী রক্ষা করতে, শান্তির আবহ তৈরি করতে এবং অদম্য ইচ্ছাশক্তিকে উৎসাহ দিতে সকলে মিলে এগিয়ে আসুন। শো-টি উপভোগ করুন।'
চ্যানেল সূত্রে জানানো হয়েছে, পর্বটির শ্যুটিং হয় জিম করবেট ন্যাশানল পার্কে। মোট ১৮০টি দেশে এই পর্বটি সম্প্রচারিত হবে। গত মাসে টুইটারে অনুষ্ঠানটির প্রোমো দেওয়ার সময় গ্রিলস জানিয়েছিলেন, এই পর্বে ভারতীয় প্রধানমন্ত্রীর অজানা দিকটিও দেখা যাবে। মোদী জানিয়েছিলেন, পরিবেশ সম্পর্কে সচেতনতা গড়ে তুলবে এই অনুষ্ঠান। মোদী টুইট করেন, 'ভারতে ঘন সবুজ অরণ্য, বৈচিত্রময় বন্যপ্রাণ, সুন্দর পর্বতাঞ্চল ও নদী - সবই দেখা যায়। এই অনুষ্ঠানটি দেখলে ভারতের বিভিন্ন অঞ্চলে আসতে এবং পরিবেশরক্ষা নিয়ে সচেতন হতে ইচ্ছে করবে।'