নয়াদিল্লি: জম্মু ও কাশ্মীর থেকে সংবিধানের ৩৭০ ধারা প্রত্যাহার নিয়ে কূটনৈতিক উত্তেজনার আঁচ এবার পড়ল ইদুজ্জোহায় মিষ্টি বিনিময়ে। প্রথা অনুযায়ী এবারও ওয়াগা সীমান্তে বিএসএফ-এর পক্ষ থেকে পাকিস্তানি রেঞ্জার্সকে মিষ্টি দেওয়া হয়। কিন্তু সেই মিষ্টি প্রত্যাখ্যান করে পাক রেঞ্জার্স। তবে জলপাইগুড়ির ফুলবাড়ি সীমান্তে বিএসএফ ও বর্ডার গার্ড বাংলাদেশের মধ্যে মিষ্টি বিনিময় হয়েছে।



জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা রদ করা নিয়ে ভারতের বিরুদ্ধে তোপ দেগেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি ভারতের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন করার কথা ঘোষণা করেছেন। দু’দেশের মধ্যে বাস ও ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে গিয়েছে। কূটনৈতিক সম্পর্কও ছিন্ন হওয়ার পথে। এই পরিস্থিতিতে সৌজন্য বিনিময়ও করল না পাক রেঞ্জার্স।