নয়াদিল্লি: আজ লালকেল্লা থেকে জাতির উদ্দেশে স্বাধীনতা দিবসের ভাষণে জাতীয় ডিজিট্যাল হেলথ মিশন চালু করার কথা ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি জানিয়েছেন, এই প্রকল্পের মাধ্যমে দেশের স্বাস্থ্যক্ষেত্রে আমূল বদল আসবে। প্রতিটি ভারতবাসী হেলথ আইডি পাবেন। হাসপাতালে ভর্তি, চিকিৎসা সহ গোটা বিষয়টাই ডিজিট্যালাইজ হয়ে যাবে।
করোনা সংক্রমণের জেরে এখন দেশের সব নাগরিকেরই স্বাস্থ্য নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে আজ প্রধানমন্ত্রী স্বাস্থ্য বিষয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন। তিনি জানিয়েছেন, ‘একটি হেলথ কার্ডেই প্রতিটি টেস্ট, প্রতিটি রোগ, সব রিপোর্ট এবং চিকিৎসকের দেওয়া প্রতিটি ওষুধের হিসেব থাকবে। যখনই একজন ব্যক্তি চিকিৎসকের কাছে বা ওষুধের দোকানে যাবেন, তাঁর হেলথ কার্ডের প্রোফাইলে সবকিছু যুক্ত হয়ে যাবে।’
ডিজিট্যাল হেলথ কার্ড চালু হলে কী সুবিধা পাওয়া যাবে? প্রধানমন্ত্রী জানিয়েছেন, ‘ডিজিট্যাল হেলথ কার্ড চালু হলে আর মেডিক্যাল রিপোর্ট সঙ্গে নিয়ে ঘুরতে হবে না। যদি একজন রোগীকে দেশের এক শহর থেকে অন্য শহরের হাসপাতালে যেতে হয়, তাহলে কার্ড সঙ্গে রাখলেই হবে। এর আগে কী চিকিৎসা হয়েছে, সেসব তথ্য ওই কার্ডের মাধ্যমেই জানা যাবে। ওষুধের দোকান ও চিকিৎসা কেন্দ্রগুলিতে ‘এক দেশ, এক হেলথ কার্ড’-এর সুবিধা পাওয়া যাবে।’
করোনা সংক্রমণ মোকাবিলা প্রসঙ্গে প্রধানমন্ত্রী জানিয়েছেন, ‘ভারতে করোনার তিনটি ভ্যাকসিন নিয়ে গবেষণা চলছে। এই গবেষণা বিভিন্ন পর্যায়ে আছে। বিজ্ঞানীরা সবুজ সঙ্কেত দিলেই দেশের মানুষের জন্য ভ্যাকসিন তৈরির কাজ শুরু হয়ে যাবে।’
করোনার বিরুদ্ধে যে সমস্ত চিকিৎসক, স্বাস্থ্যকর্মীরা সামনের সারিতে দাঁড়িয়ে লড়াই করছেন, তাঁদের কুর্ণিশ জানিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, ‘করোনা-যোদ্ধারা ‘সেবা পরম ধর্ম’ মন্ত্র নিয়ে কাজ করে চলেছেন।’
একটি কার্ডেই থাকবে চিকিৎসা বিষয়ক যাবতীয় তথ্য, স্বাধীনতা দিবসে জাতীয় ডিজিট্যাল হেলথ মিশন চালু করলেন মোদি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
15 Aug 2020 01:53 PM (IST)
হাসপাতালে ভর্তি, চিকিৎসা সহ গোটা বিষয়টাই ডিজিট্যালাইজ হয়ে যাবে, জানিয়েছেন প্রধানমন্ত্রী।
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -