PM Modi New Cabinet LIVE: প্রতিমন্ত্রী হিসেবে সুভাষ সরকার, শান্তনু ঠাকুর, জন বার্লা, নিশীথ প্রামাণিকের শপথ গ্রহণ

PM Modi Cabinet Expansion LIVE Updates: বাংলা থেকে কেন্দ্রীয় মন্ত্রিসভায় ৪ বিজেপি সাংসদ।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 07 Jul 2021 07:38 PM
Oath Taking Ceremony: নিশীথ প্রামাণিকের শপথ গ্রহণ

প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন কোচবিহারের বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিক। 

PM Modi New Cabinet LIVE: প্রথমবার সাংসদ হয়েই প্রতিমন্ত্রী জন বার্লা

প্রথমবার সাংসদ হয়েই প্রতিমন্ত্রী হলেন জন বার্লা। তিনি আজ কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা পেলেন। আলিপুরদুয়ারের সাংসদ জন বার্লা কাজ করতেন চা বাগানে, শ্রমিক নেতা হিসেবে উত্থান হয় তাঁর। 

Oath Taking Ceremony: প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন শান্তনু ঠাকুর

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর।

PM Modi New Cabinet LIVE: কেন্দ্রীয় মন্ত্রিসভায় মণিপুরের বিজেপি সাংসদ রাজকুমার রঞ্জন সিংহ

কেন্দ্রীয় মন্ত্রিসভায় মণিপুরের বিজেপি সাংসদ রাজকুমার রঞ্জন সিংহ। তিনি আজ শপথ গ্রহণ করলেন।

Oath Taking Ceremony: কেন্দ্রীয় মন্ত্রিসভায় সুভাষ সরকার

প্রথমবার সাংসদ হওয়ার পর এবার কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা পেলেন বাঁকুড়ার বিজেপি সাংসদ সুভাষ সরকার। তিনি শপথ গ্রহণ করলেন। 

PM Modi New Cabinet LIVE: ত্রিপুরা থেকে প্রথমবার কেন্দ্রীয় মন্ত্রিসভায় প্রতিমা ভৌমিক

কেন্দ্রীয় মন্ত্রিসভায় পশ্চিম ত্রিপুরার বিজেপি সাংসদ প্রতিমা ভৌমিক। ত্রিপুরা থেকে প্রথমবার কেন্দ্রীয় মন্ত্রিসভায় কেউ জায়গা পেলেন। 

Oath Taking Ceremony: চলছে শপথ গ্রহণ অনুষ্ঠান

কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন হিমাচল প্রদেশের সাংসদ অজয় ভট্ট। এছাড়া শপথ নিলেন বানোয়ারিলাল বর্মা, অজয় কুমার, দেবু সিংহ চৌহান, ভগবন্ত খুবা, মোরেশ্বর পাতিল।

PM Modi New Cabinet Live: শপথ নিলেন কৌশল কিশোর

কেন্দ্রীয় মন্ত্রিসভায় কৌশল কিশোর। উত্তরপ্রদেশের মোহনলালগঞ্জের ২ বারের সাংসদ কিশোর। 

Oath Taking Ceremony: কেন্দ্রীয় মন্ত্রিসভায় কর্ণাটকের সাংসদ কে নারায়ণস্বামী

কেন্দ্রীয় মন্ত্রিসভায় কর্ণাটকের চিত্রদুর্গের বিজেপি সাংসদ কে নারায়ণস্বামী। চারবারের বিধায়ক, প্রথমবারের সাংসদ নারায়ণস্বামী। তিনি আজ শপথ গ্রহণ করলেন।

PM Modi New Cabinet LIVE: মন্ত্রিসভায় ঝাড়খণ্ডের সাংসদ অন্নপূর্ণা দেবী

কেন্দ্রীয় মন্ত্রিসভায় ঝাড়খণ্ডের সাংসদ অন্নপূর্ণা দেবী। আরজেডি ছেড়ে বিজেপিতে আসেন অন্নপূর্ণা দেবী। কোডারমার ২ বারের সাংসদ অন্নপূর্ণা দেবী। 

Oath Taking Ceremony: শপথ নিলেন মীনাক্ষী লেখি

কেন্দ্রীয় মন্ত্রিসভায় নয়াদিল্লির বিজেপি সাংসদ, পেশায় আইনজীবী মীনাক্ষী লেখি। পরপর দু’বার বিজেপি সাংসদ হয়েছেন মীনাক্ষী।

PM Modi New Cabinet LIVE: কেন্দ্রীয় মন্ত্রিসভায় দর্শনা বিক্রম জরদৌশ

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন সুরাতের সাংসদ দর্শনা বিক্রম জরদৌশ। 

Oath Taking Ceremony: কেন্দ্রীয় মন্ত্রিসভায় ভানুপ্রতাপ সিংহ বর্মা

কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে শপথ নিলেন ভানুপ্রতাপ সিংহ বর্মা। উত্তরপ্রদেশ থেকে বিজেপি সাংসদ ভানুপ্রতাপ। 

PM Modi New Cabinet LIVE: মোদি-মন্ত্রিসভায় ইয়েদুরাপ্পা অনুগামী শোভা করন্দলাজে

কেন্দ্রীয় মন্ত্রিসভায় ইয়েদুরাপ্পা অনুগামী হিসেবে পরিচিত শোভা করন্দলাজে। কর্ণাটক থেকে লোকসভার বিজেপি সাংসদ শোভা। তিনি আজ মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন। 

Oath Taking Ceremony: মন্ত্রী হিসেবে শপথ রাজীব চন্দ্রশেখরের

কেন্দ্রীয় মন্ত্রিসভায় শপথ নিলেন রাজীব চন্দ্রশেখর। কর্ণাটক থেকে রাজ্যসভার সাংসদ রাজীব। তিনি কম্পিউটার সায়েন্সের এম টেক। 

PM Modi New Cabinet LIVE: কেন্দ্রীয় মন্ত্রিসভায় সত্যপাল সিংহ বাঘেল

কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন সত্যপাল সিংহ বাঘেল। আগরা থেকে বিজেপি সাংসদ সত্যপাল। প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন তিনি। 

Oath Taking Ceremony: মন্ত্রিসভায় আপনা দলের সভানেত্রী অনুপ্রিয়া পটেল

কেন্দ্রীয় মন্ত্রিসভায় আপনা দলের সাংসদ অনুপ্রিয়া পটেল। বিজেপির সহযোগী আপনা দলের সভানেত্রী অনুপ্রিয়া। মির্জাপুরের ২ বারের সাংসদ তিনি। প্রতিমন্ত্রী হিসেবে মোদি মন্ত্রিসভায় জায়গা পেলেন তিনি।

PM Modi New Cabinet LIVE: কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে শপথ নিলেন পঙ্কজ চৌধুরী

কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে শপথ নিলেন পঙ্কজ চৌধুরী। উত্তরপ্রদেশ থেকে ৬ বারের সাংসদ হলেও, প্রথমবার মন্ত্রিসভায় জায়গা পেলেন পঙ্কজ। 

Oath Taking Ceremony: অনুরাগ ঠাকুরের শপথ গ্রহণ

অর্থ প্রতিমন্ত্রী থেকে পূর্ণ মন্ত্রী হিসেবে শপথ নিলেন অনুরাগ ঠাকুর। হিমাচল প্রদেশের হামিরপুরের বিজেপি সাংসদ অনুরাগ। তিনি বিসিসিআই-এর কোষাধ্যক্ষ ছিলেন।

PM Modi New Cabinet LIVE: পূর্ণ মন্ত্রী হিসেবে শপথ নিলেন জি কিষাণ রেড্ডি

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী থেকে পূর্ণ মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন সেকেন্দ্রাবাদ থেকে প্রথমবার সাংসদ হওয়া জি কিষাণ রেড্ডি। 

Oath Taking Ceremony: পূর্ণ মন্ত্রী হলেন পুরুষোত্তম রুপালা

শপথ নিলেন পুরুষোত্তম রুপালা। গুজরাত থেকে দু’বারের রাজ্যসভার সাংসদ পুরুষোত্তম রুপালা। মোদি মন্ত্রিসভায় কৃষি প্রতিমন্ত্রী ছিলেন পুরুষোত্তম। 

PM Modi New Cabinet LIVE: প্রথমবার মন্ত্রিসভায় ভূপেন্দ্র যাদব

প্রথমবার কেন্দ্রীয় মন্ত্রিসভায় রাজ্যসভার সাংসদ ভূপেন্দ্র যাদব। পেশায় আইনজীবী ভূপেন্দ্র রাজস্থান থেকে বিজেপির রাজ্যসভার সাংসদ। তিনি বিজেপির সাধারণ সম্পাদক। 

Oath Taking Ceremony: মন্ত্রী হিসেবে শপথ নিলেন মনসুখ মান্ডবিয়া

মন্ত্রী হিসেবে শপথ নিলেন মনসুখ মান্ডবিয়া। গুজরাত থেকে বিজেপির রাজ্যসভার সাংসদ মনসুখ। ২০১২ থেকে রাজ্যসভার বিজেপি সাংসদ মনসুখ। তিনি জাহাজ প্রতিমন্ত্রী ছিলেন। 

PM Modi New Cabinet LIVE: প্রতিমন্ত্রী থেকে পূর্ণ মন্ত্রী হলেন হরদীপ সিংহ পুরী

কেন্দ্রীয় মন্ত্রিসভায় শপথ নিলেন হরদীপ সিংহ পুরী। উত্তরপ্রদেশ থেকে রাজ্যসভার সাংসদ হরদীপ সিংহ পুরী। প্রতিমন্ত্রী থেকে পূর্ণ মন্ত্রী হলেন হরদীপ সিংহ পুরী। 

Oath Taking Ceremony: পূর্ণ মন্ত্রী হিসেবে শপথ নিলেন রাজকুমার সিংহ

পূর্ণ মন্ত্রী হিসেবে শপথ নিলেন রাজকুমার সিংহ। ইউপিএ আমলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব ছিলেন তিনি। বিহারের আরা থেকে বিজেপি সাংসদ হন তিনি। 

PM Modi New Cabinet LIVE: পূর্ণ মন্ত্রী হিসেবে শপথ কিরেন রিজিজুর

কেন্দ্রীয় মন্ত্রিসভায় এবার পূর্ণ মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন কিরেন রিজিজু। অরুণাচল পশ্চিমের বিজেপি সাংসদ কিরেণ রিজিজু। তিনি এর আগে স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিমন্ত্রী, ক্রীড়ামন্ত্রী ছিলেন। ২০০৪-এ প্রথমবার সাংসদ হন কিরেণ রিজিজু। 

Oath Taking Ceremony: কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে শপথ নিলেন অটল বিহারী বাজপেয়ীর সচিব অশ্বিনী বৈষ্ণব

কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে শপথ নিলেন অশ্বিনী বৈষ্ণব। অটল বিহারী বাজপেয়ীর সচিব ছিলেন অশ্বিনী বৈষ্ণব। ওড়িশা থেকে রাজ্যসভার বিজেপি সাংসদ তিনি। বালাসোর-কটকের জেলাশাসক ছিলেন অশ্বিনী। তাঁর পাশাপাশি কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে শপথ নিলেন পশুপতি পারস। রামবিলাস পাসোয়ানের ভাই পশুপতি। লোকসভায় এলজেপির সংসদীয় দলের নেতা পশুপতি। বিহারের হাজিপুর থেকে এলজেপি সাংসদ পশুপতি। তিনি বিহারে তিনবার মন্ত্রী ছিলেন।

PM Modi New Cabinet LIVE: কেন্দ্রীয় মন্ত্রীদের শপথ গ্রহণ

কেন্দ্রীয় মন্ত্রিসভায় শপথ নিলেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। গত বছর বিজেপিতে যোগ দেন জ্যোতিরাদিত্য। তাঁর পাশাপাশি কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে শপথ নিলেন রামচন্দ্র প্রসাদ সিংহ। জেডিইউ সাংসদ প্রাক্তন আইএএস রামচন্দ্র প্রসাদ সিংহ বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। এছাড়া কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে শপথ নিলেন অশ্বিনী বৈষ্ণব।

Oath taking of Ministers: শপথ গ্রহণ জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার

কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন নারায়ণ টাটু রানে, সর্বানন্দ সোনোয়াল, ড. বীরেন্দ্র কুমার, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া।

PM Modi New Cabinet LIVE: মন্ত্রিসভা রদবদলের আগে ইস্তফা ১২ জনের, পদোন্নতি ৭ জনের

মন্ত্রিসভা রদবদলের আগে ইস্তফা ১২ জনের, পদোন্নতি ৭ জনের। 

Cabinet Reshuffle: রাষ্ট্রপতি ভবনে মন্ত্রীদের শপথ গ্রহণ

রাষ্ট্রপতি ভবনে শপথ গ্রহণ করছেন নতুন মন্ত্রীরা।

PM Modi New Cabinet LIVE: মন্ত্রিসভা রদবদলের আগে ১২ জন মন্ত্রীর ইস্তফা

কেন্দ্রীয় মন্ত্রিসভা রদবদলের আগে ১২ জন মন্ত্রীর ইস্তফা। ইস্তফা দিলেন বাংলার দুই কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়, দেবশ্রী চৌধুরী। বাংলার চার বিজেপি সাংসদই হবেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, খবর সূত্রের। ফলে এবারও মোদি সরকারে পূর্ণ মন্ত্রী পাচ্ছে না বাংলা।

Cabinet Reshuffle: ১২ জন কেন্দ্রীয় মন্ত্রীর পদত্যাগ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পরামর্শের ভিত্তিতে ১২ জন কেন্দ্রীয় মন্ত্রীর পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এই মন্ত্রীরা হলেন, সদানন্দ গৌড়া, রবিশঙ্কর প্রসাদ, থবর চন্দ গহলৌত, রমেশ পোখরিয়াল নিশাঙ্ক, ড. হর্ষবর্ধন, প্রকাশ জাভড়েকর, সন্তোষ কুমার গাঙ্গওয়ার, বাবুল সুপ্রিয়, ধোত্রে সঞ্জয় শামরাও, রতন লাল কাটারিয়া, প্রতাপ চন্দ্র সারঙ্গী ও দেবশ্রী চৌধুরী।

PM Modi New Cabinet LIVE: মন্ত্রিসভা থেকে স্বাস্থ্যমন্ত্রীকে সরানো নিয়ে প্রশ্ন বিরোধীদের

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর পদ থেকে সরানো হল ড. হর্ষবর্ধনকে। সেই সঙ্গে তাঁর ডেপুটি, স্বাস্থ্য প্রতিমন্ত্রী অশ্বিনী চৌবেকেও বাদ দেওয়া হল মন্ত্রিসভা থেকে। কেন্দ্রের এই সিদ্ধান্তের সমালোচনায় বিরোধীরা। 

Cabinet Reshuffle: শান্তনু ঠাকুরকে আক্রমণ মমতাবালা ঠাকুরের

শান্তনু ঠাকুর কেন্দ্রীয় মন্ত্রী হলেও মতুয়াদের কোনও উন্নতি হবে না, তোপ প্রাক্তন তৃণমূল সাংসদ মমতাবালা ঠাকুরের।

PM Modi New Cabinet LIVE: এবারও মোদি সরকারে পূর্ণ মন্ত্রী পাচ্ছে না বাংলা

বাংলা থেকে কেন্দ্রীয় মন্ত্রিসভায় চার বিজেপি সাংসদ। কেন্দ্রীয় মন্ত্রী হলেন শান্তনু ঠাকুর, জন বার্লা, নিশীথ প্রামাণিক ও সুভাষ সরকার। কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে বাদ বাবুল সুপ্রিয়ও দেবশ্রী চৌধুরী। বাংলার চার বিজেপি সাংসদই হবেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, খবর সূত্রের। এবারও মোদি সরকারে পূর্ণ মন্ত্রী পাচ্ছে না বাংলা, খবর সূত্রের।

Cabinet Reshuffle: প্রধানমন্ত্রীর বাসভবনে সম্ভাব্য মন্ত্রীরা

আজ সন্ধেয় শপথ গ্রহণ করবেন নতুন কেন্দ্রীয় মন্ত্রীরা। তার আগে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনে গিয়ে তাঁর সঙ্গে দেখা করলেন নারায়ণ রানে, সর্বানন্দ সোনোয়াল, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, অজয় ভাট, ভূপেন্দ্র যাদব, শোভা করন্ডলাজে, সুনীতা দুগ্গল, মীনাক্ষী লেখী, ভারতী পওয়ার, শান্তনু ঠাকুর ও কপিল পাতিল। এছাড়া জেডিইউ-এর আর সি পি সিংহ, এলজেপি-র পশুপতি পরশ এবং আপনা দলের অনুপ্রিয়া পটেল প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন।

PM Modi New Cabinet LIVE: পদত্যাগ বেশ কয়েকজন মন্ত্রীর

এখনও পর্যন্ত কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন ড. হর্ষবর্ধন, থবর চন্দ গহলৌত, রমেশ পোখরিয়াল, সদানন্দ গৌড়া, সন্তোষ গাঙ্গওয়ার, দেবশ্রী চৌধুরী, রতন লাল কাটারিয়া, সঞ্জয় ধোত্রে, প্রতাপ চন্দ্র সারঙ্গী, রাওসাহেব পাতিল, অশ্বিনী চৌবে।

Cabinet Reshuffle: বাংলা থেকে নতুন কেন্দ্রীয় মন্ত্রী হচ্ছেন ৪ জন 

বাংলা থেকে নতুন কেন্দ্রীয় মন্ত্রী হচ্ছেন ৪ জন। কেন্দ্রীয় মন্ত্রী হচ্ছেন শান্তনু ঠাকুর, নিশীথ প্রামাণিক, জন বার্লা ও সুভাষ সরকার। আজ সন্ধেয় রাষ্ট্রপতি ভবনে শপথগ্রহণ অনুষ্ঠান। কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে ইস্তফা দিলেন বাবুল সুপ্রিয়। ইস্তফা দিচ্ছেন দেবশ্রী চৌধুরীও।

PM Modi New Cabinet LIVE: উত্তরপ্রদেশ থেকে মন্ত্রী হচ্ছেন ভানু প্রতাপ বর্মা

উত্তরপ্রদেশের জালাউন থেকে কেন্দ্রীয় মন্ত্রী হচ্ছেন ভানু প্রতাপ বর্মা। সূত্রের খবর, তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন। 

Union Cabinet Reshuffle Live: বাংলা থেকে মন্ত্রী হচ্ছেন তিনজন, ইস্তফা বাবুলের

বাংলা থেকে কেন্দ্রীয় মন্ত্রী হচ্ছেন শান্তনু ঠাকুর, নিশীথ প্রামাণিক, জন বার্লা। তাঁরা আজ সন্ধেয় রাষ্ট্রপতি ভবনে শপথ নেবেন। মন্ত্রিসভা থেকে ইস্তফা দিলেন বাবুল সুপ্রিয়। 

PM Modi New Cabinet LIVE: রতনলাল কাটারিয়া, প্রতাপ চন্দ্র সারঙ্গী, ড. হর্ষবর্ধন, সঞ্জয় শামরাও ধোত্রের পদত্যাগ

রতনলাল কাটারিয়া, প্রতাপ চন্দ্র সারঙ্গী, ড. হর্ষবর্ধন, সঞ্জয় শামরাও ধোত্রে পদত্যাগ করেছেন, খবর সূত্রের। পদোন্নতি হতে পারে পুরুষোত্তম রূপালা, অনুরাগ ঠাকুর, মনসুখ মাণ্ডবিয়া, আর কে সিংহ, হরদীপ সিংহ পুরী, জি কিষণ রেড্ডি ও কিরেন রিজিজুর।

প্রেক্ষাপট

নয়াদিল্লি: আজ কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদল হতে চলেছে। বেশ কয়েকজনকে দেখা যাবে মন্ত্রিসভায়। নতুন যাঁরা মন্ত্রী হচ্ছেন, তাঁরা ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনে পৌঁছতে শুরু করেছেন। 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.