ঢাকা:  করোনাকালে প্রায় ১৫ মাস পর বিদেশ সফরে  গতকালই বাংলাদেশে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সফরের দ্বিতীয় দিনে ভারতের প্রধানমন্ত্রী পুজো দিলেন সাতক্ষীরার শ্যামনগরের যশোরেশ্বরী মন্দিরে। তাঁর সফরের কেন্দ্রবিন্দুতে থাকছে ওড়াকান্দিতে মতুয়াদের মন্দির দর্শন।


পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের মধ্যে মোদির মতুয়া মন্দির দর্শন রাজনৈতিক দিক থেকে বার্তাবহ বলে মনে করছে রাজনৈতিক মহল। 


সাতক্ষীরার এই যশোরেশ্বরী কালি মন্দির ৫১ শক্তিপীঠের অন্যতম। এখানে দেবী সতীর হস্ত পড়েছিল বলে কথিত রয়েছে। এরপর এক ব্রাহ্মণ এখানে মন্দির নির্মাণ করেন। এই মন্দির প্রায় ৪০০ বছরের বেশি পুরানো।প্রধানমন্ত্রী দেবীকে মুকুট পরালেন, শাড়ি নিবেদন করলেন। এরপর মন্ত্রোচ্চারণের মাধ্যমে পূজার্চনা করলেন তিনি।


এই মন্দিরের সঙ্গে পশ্চিমবঙ্গের গভীর সংযোগ রয়েছে। পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোটের দিন এই মন্দিরে পুজো  রাজনৈতিক দিক থেকে তাৎপর্যপূর্ণ।


বাংলাদেশের জাতীয় দিবস এবং বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশতবার্ষিকী অনুষ্ঠানে যোগ দিতে বাংলাদেশে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই অনুষ্ঠানে প্রধান অতিথি ভারতের প্রধানমন্ত্রী। তিনি আজ ঢাকা থেকে দেড়শ কিলোমিটার দূরে ওড়াকান্দিতে মতুয়া সমাজের সবচেয়ে বড় পীঠস্থান। এখানে মতুয়া মহাসংঘের প্রতিষ্ঠাতা হরিচাঁদ ঠাকুরের মন্দির রয়েছে। এবার পশ্চিমবঙ্গের মতুয়া অধ্যুষিত অঞ্চলগুলিতে মতুয়াদের ভোট পাওয়ার জন্য তৃণমূল ও বিজেপির মধ্যে জোর টক্কর চলছে। এর পরিপ্রেক্ষিতে মোদির ওড়াকান্দি সফর বিশেষ ইঙ্গিতবাহী বলেই মনে করছে রাজনৈতিক মহল।


গতকাল সফরের প্রথম দিনে বাংলাদেশের জাতীয় দিবস এবং বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশতবার্ষিকী অনুষ্ঠানে যোগ দেন মোদি। জাতীয় প্যারেড গ্রাউন্ডে  অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী বলেন, 'এটা খুব তাৎপর্যপূর্ণ যে, বাংলাদেশের স্বাধীনতার ৫০তম বছর ও ভারতের স্বাধীন হওয়ার ৭৫ বছর প্রায় একসঙ্গেই এসেছে। একবিংশ শতাব্দীতে আমাদের দুই দেশের সামনেই পরবর্তী পঁচিশ বছর খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। ব্যবসা-বাণিজ্যে আমাদের সম্ভাবনা একইরকম। আবার সন্ত্রাসবাদ নিয়ে দুই দেশের আশঙ্কাও একইরকম। আমাদের সাবধানে থাকতে হবে। মোকাবিলা করার জন্য তৈরি থাকতে হবে। আমাদের দুই দেশের কাছেই প্রধান শক্তি হচ্ছে গণতন্ত্র। গোটা অঞ্চলের উন্নতির জন্য আমাদের এক হয়ে লড়াই করতে হবে। আমরা দেখিয়ে দিয়েছি, পারস্পরিক আস্থা সমস্ত সমস্যার সমাধান করতে পারে। ভারতে তৈরি করোনার ভ্যাকসিন বাংলাদেশের ভাই-বোনদের কাজে আসছে বলে আমি খুব খুশি।'