মুম্বই : ডিসকভারির পর্দায় ‘ম্যান ভার্সেস ওয়াইল্ড’-এর একটি বিশেষ পর্বে দেখা যাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। এই বিশেষ শো-র পরিবেশগত পরিবর্তন সংক্রান্ত ইস্যুগুলি তুলে ধরা হবে। চ্যানেলের পক্ষ থেকে জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে, অ্যাডভেঞ্চারার বেয়ার গ্রিলসকে নিয়ে এই বিশেষ পর্বটির শ্যুটিং হয়েছে ভারতের জিম করবেট ন্যাশনাল পার্কে। ওই বিশেষ পর্ব হবে ‘খোলামেলা ও বাঁধনহীন যাত্রার’, যাতে বন্যপ্রাণ সংরক্ষণের বিষয়ে আলোকপাত করা হবে।
আগামী ১২ আগস্ট ওই পর্বের প্রিমিয়ার হবে এবং সারা বিশ্বের ১৮০ টি দেশে দেখা যাবে।
প্রধানমন্ত্রী এক বিবৃতিতে বলেছেন, ‘ বেশ কয়েক বছর জঙ্গলে-পাহাড়ে প্রকৃতির মধ্যে থেকেছি আমি। আমার জীবনে ওই বছরগুলির দীর্ঘস্থায়ী প্রভাব রয়েছে। তাই, রাজনীতির বাইরে আমার জীবন নিয়ে, তাও আবার প্রকৃতির মধ্যে, বিশেষ শো-এর কথা বলা হল, তখনই আমি এতে অংশগ্রহণ করার জন্য দারুণ আগ্রহী হয়ে পড়ি।’
তিনি আরও বলেছেন, ‘বিশ্বের কাছে ভারতের সম্বৃদ্ধ পরিবেশগত ঐতিহ্য ও পরিবেশ সংরক্ষণের গুরুত্ব তুলে ধরার এটি এক দারুণ সুযোগ।আরও একবার জঙ্গলে, এবার বেয়ারের সঙ্গে সময় কাটানোর এই অভিজ্ঞতা অসাধারণ’।
বিবৃতিতে প্রধানমন্ত্রী বেয়ারের উদ্যম ও প্রকৃতির পরিশুদ্ধতার অভিজ্ঞতা অর্জনের আগ্রহেরও প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী।
বেয়ার বলেছেন, ভারতীয় জঙ্গলে একটি অ্যাডভেঞ্চারে প্রধানমন্ত্রীকে নিয়ে যেতে পারাটা দুর্দান্ত একটা অভিজ্ঞতা।



ওই টেলিভিশন শো-এর টিজার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বেয়ার লিখেছেন, ভারতের প্রধানমন্ত্রীর অজানা দিক সমগ্র বিশ্বের কাছে তুলে ধরার সুযোগ হবে এই শো।