নয়াদিল্লি: নতুন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হলেন মনসুখ মাণ্ডবিয়া। ড. হর্ষবর্ধনের বদলে তিনি এই দায়িত্ব পেলেন। এতদিন বন্দর, জাহাজ ও জলপথ, রাসায়নিক ও সার মন্ত্রকের প্রতিমন্ত্রীর দায়িত্ব সামলেছেন মনসুখ। তবে এবার তিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন। এদিন কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদল হল। এদিনই পদত্যাগ করেন হর্ষবর্ধন। তাঁর বদলে নতুন স্বাস্থ্যমন্ত্রী হলেন মনসুখ।


আজ পূর্ণ ও প্রতিমন্ত্রী মিলিয়ে ১২ জন পদত্যাগ করেছেন। তারপর একাধিক মন্ত্রী যেমন নতুন দায়িত্ব পেলেন, তেমনই অনেকে আবার প্রথমবার মন্ত্রিসভায় এলেন। কোঅপরেশন মন্ত্রকের বাড়তি দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ধর্মেন্দ্র প্রধান হচ্ছেন দেশের নতুন শিক্ষামন্ত্রী। আজই শিক্ষামন্ত্রী পদে ইস্তফা দেন রমেশ পোখরিয়াল। তাঁর বদলে নতুন শিক্ষামন্ত্রী হলেন ধর্মেন্দ্র। নতুন রেলমন্ত্রী হচ্ছেন অশ্বিনী বৈষ্ণব। পীযূষ গোয়েলকে রেলমন্ত্রক থেকে সরিয়ে আনা হচ্ছে বস্ত্র মন্ত্রকে। বস্ত্র মন্ত্রকের দায়িত্ব থেকে সরানো হল স্মৃতি ইরানিকে। স্মৃতি ইরানি হচ্ছেন নারী ও শিশু উন্নয়নমন্ত্রী। হরদীপ সিংহ পুরী হচ্ছেন পেট্রোলিয়াম মন্ত্রী। পেট্রোলিয়াম মন্ত্রকের দায়িত্বে ছিলেন ধর্মেন্দ্র প্রধান। জ্যোতিরাদিত্য সিন্ধিয়া হচ্ছেন অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী। পুরুষোত্তম রুপালা হচ্ছেন দুগ্ধ ও মৎস্যমন্ত্রী। মীনাক্ষী লেখি হচ্ছেন বিদেশমন্ত্রকের প্রতিমন্ত্রী। অনুরাগ ঠাকুরকে দেওয়া হচ্ছে যুব ও ক্রীড়ামন্ত্রকের দায়িত্ব।


এদিন মন্ত্রিসভায় নতুন মুখ হিসেবে জায়গা পেয়েছেন ৩৬ জন। পদত্যাগ করেছেন চারজন হাই প্রোফাইল মন্ত্রী। এখন মন্ত্রিসভায় মোট ৭৭ জন মন্ত্রী। তাঁদের মধ্যে অর্ধেকই প্রথমবার মন্ত্রী হলেন। যাঁরা প্রথমবার পূর্ণ মন্ত্রী হলেন, তাঁদের মধ্যে অনুরাগ ঠাকুর, হরদীপ পুরী সহ ১৫ জন আছেন। 


এদিন যাঁরা শপথ গ্রহণ করেছেন, তাঁদের মধ্যে উল্লেখযোগ্য ব্যক্তিত্ব হলেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, সর্বানন্দ সোনোয়াল, নারায়ণ রানে, ভূপেন্দ্র যাদব, অশ্বিনী বৈষ্ণ আছেন। আবার একইসঙ্গে আইন ও তথ্য-প্রযুক্তি মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ, স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন, পরিবেশমন্ত্রী প্রকাশ জাভড়েকরের পদত্যাগ অনেক প্রশ্ন তুলে দিয়েছে। ২০১৯-এ নরেন্দ্র মোদি দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পর এই প্রথম মন্ত্রিসভার রদবদল করলেন। তাতে চমক যেমন থাকল, তেমনই বিরোধী দলগুলির সমালোচনাও রইল। বিশেষ করে স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ নিয়ে প্রশ্ন তুলছেন বিরোধীরা।