শ্রীনগর: আজ দুপুর বারোটা থেকে ফের কাশ্মীর উপত্যকায় চালু হল বিএসএনএল-এর পোস্ট-পেইড মোবাইল ফোন পরিষেবা। তবে প্রি-পেইড মোবাইল ফোন সংযোগ এবং ইন্টারনেটের উপর নিষেধাজ্ঞা জারি রয়েছে। যদিও জম্মু ও কাশ্মীরের পরিকল্পনা, পর্যবেক্ষণ ও উন্নয়ন দফতরের প্রধান সচিব রোহিত কনসলের দাবি, পর্যটন কেন্দ্রগুলিতে ইন্টারনেট পরিষেবা চালু করা হয়েছে। পরিস্থিতি খতিয়ে দেখে কাশ্মীরের ১০টি জেলাতেই পোস্ট-পেইড মোবাইল পরিষেবা ফের চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জম্মু ও কাশ্মীর থেকে সংবিধানের ৩৭০ ধারা প্রত্যাহারের পরেই মোবাইল ফোন ও ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। আজ সেই পরিষেবা আংশিকভাবে চালু করা হল। সরকারি সূত্রে খবর, উপত্যকায় প্রায় ৭০ লক্ষ মানুষ মোবাইল ফোন ব্যবহার করেন। এর মধ্যে ৪০ লক্ষ মানুষ পোস্ট-পেইড মোবাইল ফোন ব্যবহার করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক নিরাপত্তারক্ষীকে উদ্ধৃত করে সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, পোস্ট-পেইড মোবাইল ফোন পরিষেবা চালু করা হলেও, হিংসা ছড়ানোর জন্য কেউ ভুয়ো খবর ও বার্তা রটাচ্ছে কি না, তার উপর নজর রাখা হচ্ছে। এ বিষয়ে পুলিশের সাহায্য নেওয়া হচ্ছে। বেআইনি জমায়েত রুখতে গুরুত্বপূর্ণ অঞ্চলগুলিতে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হচ্ছে।
গত সোমবার মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার সদস্যদের একটি দল কাশ্মীর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের অনুরোধ জানায়। এরপরেই কাশ্মীরে আংশিকভাবে মোবাইল ফোন পরিষেবা চালু করা হল। এর আগে অগাস্টেই জম্মু ও লাদাখের ১২টি জেলা এবং পরবর্তীকালে কাশ্মীরের কুপওয়ারা থেকে মোবাইল ফোনের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়। এবার গোটা কাশ্মীরেই নিষেধাজ্ঞা শিথিল করা হল।
কাশ্মীর উপত্যকায় ফের চালু পোস্ট-পেইড মোবাইল পরিষেবা, প্রি-পেইড ও ইন্টারনেটে নিষেধাজ্ঞা অব্যাহত
Web Desk, ABP Ananda
Updated at:
14 Oct 2019 02:07 PM (IST)
জম্মু ও কাশ্মীর থেকে সংবিধানের ৩৭০ ধারা প্রত্যাহারের পরেই মোবাইল ফোন ও ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়।
ছবি সৌজন্যে ট্যুইটার
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -