গোয়া: ৫ রাজ্যের মধ্যে একমাত্র পঞ্জাব ছাড়া সব রাজ্য়েই বিজেপির জয়জয়কার। একমাত্র পঞ্জাবে শুধুমাত্র আপ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসতে চলেছে। কিন্তু গোয়ায় সংখ্যাগরিষ্ঠতা না পেলেও বৃহত্তম দল হয়েছে বিজেপি। ৪০ টি আসনে গোয়ায় বিজেপির দখলে ১৯টি, কংগ্রেসের ১২, তৃণমূলের জোট ৩টি, আপ ২টি। উত্তরপ্রদেশে বিজেপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়েই সরকার গঠন করতে চলেছে।


গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রমোদ সাবন্তই কি ফের মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন? বিজেপির জয়ের পর সেখানকার বিজেপি নেতা বিশ্বজিৎ রানে জানিয়েছেন, ''এই বিষয়টি ভীষণভাবে স্পর্শকাতর। এখনই এই নিয়ে কিছু বলা উচিত নয়।''


গোয়ায় মোট বিধানসভা আসন ৪০টি। ম্যাজিক ফিগার ২১। এই পরিস্থিতিতে গোয়ায় সংখ্যা গরিষ্ঠতা না পেলেও, এখনও পর্যন্ত বৃহত্তম দল বিজেপি। ৪০ আসনের গোয়ায় বিজেপির দখলে ১৯টিট, কংগ্রেসের- ১২, তৃণমূল জোট- ৩, আপ- ২টি আসনে এগিয়ে। স্বাভাবিকভাবেই গোয়ায় সরকার গঠনের পথে বিজেপি। এমনকী ১৪ মার্চ শপথ নিতে পারেন মুখ্যমন্ত্রী বলেও খবর সূত্রের। এদিকে এই পরিস্থিতিতে বিজেপিকে সমর্থনের ঘোষণা করেছেন জয়ী নির্দল প্রার্থী। বিজেপিকে সমর্থনের ঘোষণা বিচোলিমের জয়ী নির্দল প্রার্থী চন্দ্রকান্ত শেটিয়ের।


এদিকে বিদায়ী মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্তও দাবি করেছেন, গোয়ায় সরকার গড়বে বিজেপি, সমর্থন করবে তৃণমূলের জোটসঙ্গী এমজিপি। 


গোয়ার বিদায়ী মুখ্যমন্ত্রী এবং বিজেপি নেতা প্রমোদ সাওয়ান্ত সাড়ে তিনশো ভোটের মার্জিনে এগিয়ে । সাঙ্কুলিম আসনের প্রার্থী তিনি। এদিকে পানাজি (Panaji) আসনে ৮০০ ভোটে পরাজিত উৎপল পর্রীকর (Utpal Parrikar)। বিজেপি (BJP) টিকিট না দেওয়ায় প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহর পর্রীকরের ছেলে উৎপল এবার নির্দল হয়ে লড়েন। এদিন গণনা কেন্দ্র থেকে বেরিয়ে সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে উৎপল পর্রীকর (Utpal Parrikar) বলেন, "নির্দল প্রার্থী হিসেবে যথেষ্ট কঠিন লড়াই ছিল। আমি সাধারণ মানুষকে ধন্যবাদ জানাচ্ছি। লড়াই নিয়ে আমি সন্তুষ্ট। তবে ফল নিয়ে অসন্তোষ রয়েছে।