বিলাসপুর: কেরলে হাতি হত্যার ঘটনার রেশ মেলানোর আগেই ফের এক নৃশংস ঘটনার খবর প্রকাশ্যে এল। এবার ঘটনাস্থল হিমাচলপ্রদেশের বিলাসপুর। ফসলের ক্ষেতে ঢুকে পড়ায় একটি অন্তঃসত্ত্বা গরুর মুখ লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগ উঠল।
ঘটনাটি বিলাসপুর জেলার ঝান্ডুটা এলাকার। একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। সেটিতে দেখা যাচ্ছে, বোমার আঘাতে গরুটির চোয়ালের অবস্থা ভয়ঙ্কর হয়েছে। ঝরঝর করে রক্ত পড়ছে। গরুটি বেশ কয়েকদিন কিছু খেতে পারবে না বলেই সকলের ধারণা। গরুটির মালিক গুরদয়াল সিংহকে প্রশাসনের কাছে সাহায্য চাইতেও দেখা গিয়েছে। পাশাপাশি তিনি দোষীদের কঠোর শাস্তি চেয়েছেন।
গুরদয়ালের অভিযোগ, তাঁর প্রতিবেশী নন্দলাল ইচ্ছাকৃতভাবে গরুটিকে আঘাত করেছেন। তাঁর আরও অভিযোগ যে, ঘটনার পর থেকে পলাতক নন্দলাল।
ঘটনাটি ১০ দিন আগের। অভিযুক্তের বিরুদ্ধে পশুদের ওপর নির্যাতন সংক্রান্ত ধারায় মামলা দায়ের করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
কেরলে অন্তঃসত্ত্বা হাতি হত্যার ঘটনায় তোলপাড় পড়ে গিয়েছে। হাতিটিকে বোমায় ঠাসা আনারস খাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল। একজনকে গ্রেফতারও করা হয়েছে। তবে কেরলের বন দফতরের এক শীর্ষ কর্তা জানিয়েছেন, আনারসটি ইচ্ছাকৃতভাবে হাতিটিকে খাওয়ানো হয়েছিল কি না তা এখনও নিশ্চিত নয়।
হিমাচলপ্রদেশে বোমা মেরে অন্তঃসত্ত্বা গরুর মুখ ক্ষতবিক্ষত করার অভিযোগ, পলাতক অভিযুক্ত, তদন্তে পুলিশ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
06 Jun 2020 05:17 PM (IST)
ঘটনাটি ১০ দিন আগের। অভিযুক্তের বিরুদ্ধে পশুদের ওপর নির্যাতন সংক্রান্ত ধারায় মামলা দায়ের করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -