কলকাতা: বুধবার থেকে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় নির্দিষ্ট কিছু রুটে শুরু হয়েছে সরকারি বাস পরিষেবা। সংক্রমণ ঠেকাতে বাসে ২০ জনের বেশি যাত্রী নেওয়া হচ্ছে না। ফলে বাসে ওঠার জন্য হুড়োহুড়ি করছেন যাত্রীরা। শিকেয় উঠেছে সোশ্যাল ডিসট্যান্সিংয়ের বিধি।
হাওড়া স্টেশন থেকে ছেড়েছে বাস। চলেছে ৯এ রুটের বাসও।


করোনা সতর্কতায় সামাজিক দূরত্ববিধি বজায় রেখেই বাস চালানোর নির্দেশ দিয়েছে রাজ্য। সরকারের নির্দেশ অনুযায়ী, ২০ জনের বেশি যাত্রী থাকবে না বাসে। ২০ জন উঠে পড়লেই স্ট্যান্ডে বাসের দরজা বন্ধ হয়ে যাবে৷ তবে বাস চালু হতেই দেখা যায় ভিন্ন ছবি।

এবার সেই নিয়ম মেনেই কনটেনমেন্ট জোনের বাইরেও সোমবার থেকে রাজ্যে চালু হবে বেসরকারি বাস পরিষেবা। কিন্তু যে বাসগুলি বহু যাত্রী নিয়ে চলাচল করে, তারা ২০ জন যাত্রী নিয়ে চললে, আর্থিক ভাবে ধাক্কা খাবেন বাস মালিকরা। তাই ‘ন্যূনতম ভাড়া হোক ২৫ টাকা’, দাবি বেসরকারি বাস মালিক সংগঠনগুলির।  মঙ্গলবারই সরকারি গাইডলাইন মেনে গ্রিন জোনে বেসরকারি বাস পরিষেবা চালুর ইঙ্গিত দেন মুখ্যমন্ত্রী ।
তবে বাস রাস্তায় নামলে কত ভাড়া হবে, এখনও তা চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। রাস্তায় দ্রুত বাস নামাতে অনুরোধ পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারীর। ‘বিধি মেনে চালানো হোক বেসরকারি বাস’, বাস মালিক সংগঠনের সঙ্গে বৈঠকে দাবি পরিবহণমন্ত্রীর।