নয়াদিল্লি:  ‘মন্দার গভীর অতলে তলিয়ে যাচ্ছে ভারতের অর্থনীতি, আর কবে সরকারের চোখ খুলবে?’ অর্থনৈতিক মন্দা নিয়ে মঙ্গলবার এই ভাষাতেই মোদি সরকারকে বিঁধলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়ঙ্কা গাঁধি বঢড়া। আর্থিক বৃদ্ধি কমে ৫ শতাংশতে এসে দাঁড়ানোয় এর আগেও বারবার বিরোধী দলের হয়ে সরব হয়েছেন প্রিয়ঙ্কা।

নিজের টুইটার হ্যান্ডেল থেকে একটি টুইট করে প্রিয়ঙ্কা লেখেন, ‘মন্দার গভীর অতলে তলিয়ে যাচ্ছে ভারতের অর্থনীতি, লক্ষ লক্ষ মানুষের জীবনযাত্রার ওপর খাঁড়া ঝুলছে।’



অটো সেক্টর ও এবং ট্রাক সেক্টরের উৎপাদন, বিক্রি কমে যাওয়া ও সামগ্রিকভাবে পরিবহন শিল্পের মন্দা নিয়েও চিন্তা প্রকাশ করেন প্রিয়ঙ্কা।

এশিয়ার তৃতীয় বৃহত্তম অর্থনীতি ভারতের আর্থিক বৃদ্ধি গত এপ্রিল থেকে জুন মাসে কমে দাঁড়িয়েছে ৫ শতাংশ।