নয়াদিল্লি : প্লেয়ার আননোনস ব্ল্যাটলগ্রাউন্ড সংক্ষেপে যা পাবজি গেম বলেই বহুল পরিচিত, মাইক্রোসফটের হাত ধরে তা এবার ফিরতে পারে ভারতে। একগুচ্ছ চিনা অ্যাপ নিষিদ্ধ হওয়ার পর থেকে ভারতের বাজারে পাবজি বন্ধ।
পাবজি-র পেরেন্ট বা মূল কোম্পানি ক্র্যাফটন আইএনসি-র মাইক্রোসফটের সঙ্গে এ বিষয়ে অংশীদারিত্ব চূড়ান্ত করে ফেলতে পারে। মাইক্রোসফট অ্যাজুরের সঙ্গে এই নিয়ে কথাবার্তা চলছে বলেই জানিয়েছে ক্র্যাফটন। অ্যাজুরে হল মাইক্রোসফটের ক্লাউড কম্পিউটিং সার্ভিস যা মাইক্রোসফটের ডেটা সেন্টারে টেস্ট করা, তৈরি করা, ম্যানেজ করার মতো কাজগুলি করে থাকে।
ক্র্যাফটনের ঘোষণা অনুযায়ী এমন ভাবে চুক্তি হবে যাতে সরাসরি কোম্পানির দখলে থাকবে পাবজি। অ্যানড্রয়েড বা আইওএস দুটি ক্ষেত্রেই পাবজির নিয়ন্ত্রণ তাদের হাতে থাকবে। ক্র্যাফটনের তরফে জানানো হয়েছে চুক্তি চূড়ান্ত হওয়ার বিষয়টি নির্ভর করছে এর নিরাপত্তা অর্থাৎ তথ্য সুরক্ষিত থাকার বিষয়টি নিশ্চিত হওয়ার পরে।
তবে এটাই প্রথমবার নয় যে, ভারতে ফেরৎ আসার জন্য কথাবার্তা চালাচ্ছে পাবজি-র পেরেন্ট কোম্পানি। চিনের সঙ্গে ভারতের মতানৈক্যের জেরে সুরক্ষা ও নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে জোর দিয়ে একাধিক চিনা অ্যাপ নিষিদ্ধ করেছিল মোদি সরকার। চিনা সংস্থা টেনসেন্টের সঙ্গে চুক্তি ভঙ্গ করে পাবজির মূল কোম্পানি। এবার যদি সব কিছু ঠিকমতো এগোয় তাহলে ভারতে পাবজি গেমের ডিস্ট্রিবিউটর হতে পারে এয়ারটেল এবং জিও।
তবে মাইক্রোসফটের তরফে এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক ভাবে কিছু জানানো হয়নি।