নয়াদিল্লি: পাবজি নিষিদ্ধ হওয়ার তিনদিনের মধ্যে ভারতের সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছে এই মোবাইল গেম প্রস্তুতকারী সংস্থা টেনসেন্ট। তথ্যের সুরক্ষা এবং গ্রাহকের গোপনীয়তার দিকটি পুরোপুরি নিশ্চিত করে ভারতের বাজারে এই অ্যাপটিকে পুনরায় চালু করতে চায় তারা।

গত ১৫ জুন লাদাখে ভারত-চিন রক্তক্ষয়ী সংঘর্ষে ২০ জন ভারতীয় সেনার মৃত্যুর পর থেকে চিনের সঙ্গে টানাপড়েন চলছে। প্রথমে দু’দফায় ১০৬টি এবং পরবর্তীকালে গত সপ্তাহে ১১৮টি চিনা অ্যাপকে তথ্য সুরক্ষা ও দেশের সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে নিষিদ্ধ করে কেন্দ্রীয় সরকার। এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছিল কনফেডারেশন অব অল ইন্ডিয়া ট্রেডার্স। ভারতে অত্যন্ত জনপ্রিয় এই গেমটির বাজার ধরতে এবার সক্রিয় হয়েছে টেনসেন্ট। ভারতের তথ্য পাচার বা চুরি সংক্রান্ত অভিযোগ গুরুত্ব দিয়ে বিবেচনা করেই গেমটি ভারতে ফের চালু করতে চায় বলে সংস্থার তরফে জানানো হয়েছে।

পাবজির মতো গেম নিষিদ্ধ হয়ে যাওয়ায় অনেক মোবাইল গেমপ্রেমী ভেঙে পড়েছেন। মুস্তাফা সেন্টওয়ালা নামে মুম্বইয়ের এক বাসিন্দা বলছেন, ‘যখন লকডাউন চলছিল, সব কিছু বন্ধ ছিল, একমাত্র পাবজির মাধ্যমে আমি বাস্তব জগতের অনুভুতিটা পেতাম। এটা আমাকে চাপ মুক্ত রাখত।’ ৯ জন বন্ধু মিলে প্রতিদিন এক ঘণ্টা করে পাবজি খেলতেন মুস্তাফা।