নয়াদিল্লি: পুলওয়ামার সিআরপিএফ কনভয়ে জঙ্গি হামলার নিন্দা করে ভারতের পাশে দাঁড়াল আন্তর্জাতিক মহল। মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, ফ্রান্স, শ্রীলঙ্কা, নেপাল ও মলদ্বীপ।
ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত কেনেথ জাস্টার ট্যুইট করে বলেছেন, ‘ভারতে মার্কিন দূতাবাস জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসবাদী হামলার কড়া নিন্দা করছে। নিহতদের পরিবারকে আন্তরিক সমবেদনা জানাচ্ছি। সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে ভারতের পাশে আছে মার্কিন যুক্তরাষ্ট্র।’
রাশিয়ার দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘ভারতে রাশিয়ার দূতাবাস কাশ্মীরের পুলওয়ামা জেলায় ভয়াবহ জঙ্গি হামলার কঠোর নিন্দা করছে। এই হামলায় ৪০ জনেরও বেশি সিআরপিএফ জওয়ানের মৃত্যু হয়েছে এবং অসংখ্য মানুষ জখম হয়েছেন। আমরা সব ধরনের সন্ত্রাসবাদের নিন্দা করছি। দ্বিচারিতা না করে এই ধরনের অমানবিক কাজের মোকাবিলা করতে হবে। নিহতদের পরিবারের প্রতি শোকজ্ঞাপন করছি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।’
ভারতে নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত আলেকজেন্দ্রে জিগলার বলেছেন, ‘দৃঢ়ভাবে জম্মু ও কাশ্মীরে জঘন্য হামলার নিন্দা করছে ফ্রান্স। মৃত জওয়ানদের পরিবারকে সমবেদনা জানাচ্ছি। সব ধরনের সন্ত্রাসের মোকাবিলায় ফ্রান্স সবসময় ভারতের পাশে আছে।’
পুলওয়ামা হামলার নিন্দা করে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংঘে বলেছেন, ‘কাশ্মীরের পুলওয়ামা জেলায় বর্বর সন্ত্রাসবাদী হামলার কড়া নিন্দা করছি। ১৯৮৯ সালের পর থেকে জম্মু ও কাশ্মীরে এটাই সবচেয়ে বর্বর সন্ত্রাসবাদী হামলা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও শহিদ জওয়ানদের পরিবারকে সমবেদনা জানাচ্ছি।’
মলদ্বীপের বিদেশমন্ত্রী আবদুল্লা শাহিদ বলেছেন, ‘আজ জম্মু ও কাশ্মীরে ভারতের নিরাপত্তারক্ষীদের কনভয়ে আত্মঘাতী জঙ্গি হামলার কঠোর নিন্দা করছি। নিহত ও আহত শোকগ্রস্ত পরিবারগুলির প্রতি শোকজ্ঞাপন করছি এবং প্রার্থনা করছি।’
নেপালের বিদেশমন্ত্রকের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসবাদী হামলার নিন্দা করছে নেপাল সরকার। নিহতদের পরিবার, ভারত সরকার ও ভারতের মানুষের প্রতি শোকজ্ঞাপন করছি। সব ধরনের সন্ত্রাসবাদের নিন্দা করছে নেপাল। নেপালের বিশ্বাস, এই ধরনের ঘৃণ্য সন্ত্রাসবাদের কোনও যুক্তি হতে পারে না।’
পুলওয়ামায় জঙ্গি হামলার নিন্দায় আমেরিকা, রাশিয়া, ফ্রান্স সহ বিভিন্ন দেশ
Web Desk, ABP Ananda
Updated at:
14 Feb 2019 11:42 PM (IST)
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -