জলন্ধর: সন্দেহজনক করোনা আক্রান্তদের পরীক্ষার ব্যবস্থা করা এবং লকডাউন কার্যকর করতে গিয়ে দেশের বিভিন্ন জায়গায় আক্রান্ত হচ্ছেন পুলিশকর্মীরা। তাঁদের লক্ষ্য করে পাথর ছোঁড়া, মারধরের ঘটনা ঘটেছে। পঞ্জাবের জলন্ধরে আজ সকালে ঘটেছে তেমনই একটি চাঞ্চল্যকর ঘটনা। একটি গাড়ি আটকাতে যান কর্তব্যরত এক পুলিশকর্মী। তাঁকে গাড়ির বনেটে নিয়েই কিছুদূর চলে যান সংশ্লিষ্ট চালক। পরে তাঁকে আটকান অন্যান্য পুলিশকর্মীরা।
পুলিশ সূত্রে খবর, আজ সকালে রাস্তায় লকডাউন কার্যকর করার দায়িত্বে ছিলেন এএসআই মুল্ক রাজ। একটি গাড়ির গতিবিধি সন্দেহজনক হওয়ায় আটকাতে যান পুলিশকর্মীরা। কিন্তু গাড়িটির চালক থামেননি। এএসআই গাড়িটি থামানোর জন্য সামনে দাঁড়িয়ে পড়েন। তাঁকে বনেটে নিয়েই কিছুদূর চলে যান ওই গাড়ির চালক। পরে গাড়িটি আটকান পুলিশকর্মীরা।
চলন্ত গাড়ির বনেটের উপর দাঁড়িয়ে কিছুদূর গেলেও, এএসআই-এর কোনওরকম আঘাত লাগেনি। অভিযুক্ত চালক ও তাঁর বাবাকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তর নাম আনমোল মেহমি। তাঁর বাবার নাম পরমিন্দর কুমার। তাঁদের দু’জনের বিরুদ্ধেই খুনের চেষ্টা সহ ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়েছে।
একইভাবে মুম্বইয়েও এক বাইক আরোহী এক পুলিশকর্মীকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে। লকডাউন অমান্য করায় বাইকটি আটকানোর চেষ্টা করেছিলেন ওই পুলিশকর্মী। বাইকের ধাক্কায় তিনি হাল্কা চোট পান। বাইক আরোহীকে গ্রেফতার করেছে পুলিশ।