নয়াদিল্লি: আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী। সেই উপলক্ষ্যে, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে কবিগুরুকে স্মরণ করা হচ্ছে। ১৮৬১ সালে জন্মগ্রহণ করেন রবীন্দ্রনাথ ঠাকুর। ১৯১৩ সালে তিনি সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন। এদিন সমাজের বিভিন্ন স্তরের মানুষ কবিগুরুকে শ্রদ্ধাজ্ঞাপন করেন।


নোবেল কমিটির তরফে বিশেষভাবে কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপন করা হল। ট্যুইটারে নোবেল পুরস্কার কমিটি লেখে, আমরা গ্রেট রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী পালন করছি। ১৮৬১ সালে আজকের দিনে তিনি কলকাতায় জন্মগ্রহণ করেছিলেন। তিনি ছিলেন প্রথম অ-ইউরোপীয় যিনি সাহিত্যে নোবেল জিতেছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন সম্পর্কিত কিছু তথ্য ও তাঁর কিছু দুষ্প্রাপ্য ছবিও তুলে ধরে নোবেল কমিটি।


















কবিগুরুকে ভারতের সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ কবি হিসেবে উল্লেখ করেন উপ-রাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু। লেখেন,





ট্যুইচারে কবিগুরুকে শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লেখেন, চিরনূতনেরে দিল ডাক, পঁচিশে বৈশাখ। বিশ্বকবি গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবসে শ্রদ্ধা ও প্রণাম।





বিশ্বকবিকে শ্রদ্ধা জানান অমিতাভ বচ্চন। লেখেন, আজকের দিন জন্মগ্রহণ করেছিলে, বিশ্বকবি, সাহিত্যিক, দার্শনিক গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর।





কংগ্রেস সাংসদ শশী তারুর লেখেন,





প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন প্রসাদ লেখেন,





ভারতে ইজরায়েলি দূতাবাসের তরফেও শ্রদ্ধা জানানো হয় বিশ্বকবিকে। বলা হয়, সেদেশে কবিগুরুর নামে একটি রাস্তার নামকরণ করা হয়েছে।