রায়বরেলিতে ট্রেন দুর্ঘটনা, লাইনচ্যুত মালদা-নিউ ফরাক্কা দিল্লি এক্সপ্রেস, মৃত ৭, জখম ৪১
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
10 Oct 2018 08:08 AM (IST)
NEXT
PREV
নয়াদিল্লি: উত্তরপ্রদেশের রায়বরেলির কাছে লাইনচ্যুত মালদা-দিল্লি নিউ ফরাক্কা এক্সপ্রেস। অন্তত ৭ জনের মৃত্যু। আহত কমপক্ষে ৪১। নিহত ও আহতদের মধ্যে থাকতে পারেন এরাজ্যের বেশ কয়েকজন বাসিন্দা। উদ্ধারকাজে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। সকাল ৬টা ৫ মিনিটে রায়বরেলির হরচন্দ্রপুর স্টেশনের কাছে লাইনচ্যুত হয় দিল্লিগামী নিউ ফরাক্কা এক্সপ্রেসের ইঞ্জিনসহ ৯টি কামরা। স্থানীয়দের দাবি, উল্টে পড়া কামরা, ও নীচে চাপা পড়ে থাকতে পারে বহু যাত্রী। উদ্ধারকাজ দেরিতে শুরু হয়েছে বলেও অভিযোগ। অন্যদিকে, দুর্ঘটনার পিছনে নাশকতা রয়েছে কিনা জানতে ঘটনাস্থলে যাচ্ছে উত্তরপ্রদেশ এটিএস। এদিকে, দুর্ঘটনার জেরে বিভিন্ন জায়গায় আটকে রয়েছে ১৮টি ট্রেন। মৃতদের পরিবারপিছু ২ লক্ষ টাকা ও আহতদের ৫০ হাজার টাকা আর্থিক সহায়তাদানের ঘোষণা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের।
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -