লখনউ: রাফাল যুদ্ধবিমান চুক্তি নিয়ে কংগ্রেসের আক্রমণের মুখে রাজনাথ সিংহ জানালেন, প্রাক্তন ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ যে ব্যাখ্যা দিয়েছেন, তারপর এই ইস্যুতে আর কোনও বিতর্কের অবকাশ নেই। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর আরও অভিযোগ, আগামী বছরের লোকসভা নির্বাচনের আগে এই ইস্যু নিয়ে অহেতুক সুর চড়িয়ে রাজনৈতিক ফায়দা তুলতে চাইছে কংগ্রেস। এদিন কেন্দ্রীয় জোনাল পরিষদের একটি বৈঠকে যোগ দিয়ে রাজনাথ বলেন, বিরোধীদের কাছে আর কোনও ইস্যু নেই। তাই রাফাল-চুক্তি ইস্যুকে খাড়া করছে।
যে সময় ৫৮ হাজার কোটি টাকার রাফাল চুক্তির কথা ঘোষণা করা হয়েছিল, তখন ফ্রান্সের প্রেসিডেন্ট ছিলেন ওলাঁদ। সম্প্রতি, তাঁকে উদ্ধৃত করে একটি ফরাসি পত্রিকা দাবি করে, দাসোর ভারতীয় পার্টনার কে হবে, তা বাছাইয়ের জন্য ফ্রান্সকে কোনও সুযোগ দেওয়া হয়নি এবং ভারত সরকার রিলায়েন্স-এর নাম প্রস্তাব করে।
ওলাঁদের এই মন্তব্য নিয়ে জোর বিতর্ক হয়। মোদী সরকারকে আক্রমণে বিদ্ধ করে প্রধান বিরোধী দল কংগ্রেস। এর মধ্যেই অবশ্য শুক্রবার সাফাই দেন প্রাক্তন ফরাসি প্রেসিডেন্ট। ওলাঁদ বলেন, রিলায়েন্সকে বাছার পেছনে ফ্রান্সের কোনও ভূমিকা ছিল না। তাঁকে প্রশ্ন করা হয়, রিলাসেন্স-দাসো যৌথ অংশীদারিত্ব নিয়ে ভারত কোনওপ্রকার চাপসৃষ্টি করেছিল কি না জানতে চাওয়া হলে, ওলাঁদ জানান, এই প্রশ্নের উত্তর একমাত্র দাসো দিতে পারবে। ওলাঁদের এই সাফাইয়ের পরের দিন, অর্থাৎ শনিবার, কেন্দ্রের তরফে জানিয়ে দেওয়া হয়, দাসোর পার্টনার হিসেবে রিলায়েন্স-এর নাম বাছাই নিয়ে কেন্দ্র কোনও ভূমিকা নেয়নি।
রাফাল-চুক্তি: ওলাঁদের ‘ব্যাখ্যার’ পর বিতর্কের কোনও জায়গা নেই, দাবি রাজনাথের
Web Desk, ABP Ananda
Updated at:
24 Sep 2018 04:22 PM (IST)
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -