মুম্বই: মহারাষ্ট্রে গণেশ বিসর্জনের সময় নানা এলাকায় জলে ডুবে ১১ জনের মৃত্যু হয়েছে বলে খবর। ১১ দিনের উৎসবের পর পুনে ও মুম্বইয়ের মত বড় শহরে বিসর্জনের বিশাল শোভাযাত্রা বার হয়। সমুদ্র বা নদীতে ঠাকুর বিসর্জনের সময় ঘটে দুর্ঘটনা।
ঠাকুর বিসর্জনে অংশ নেন হাজার হাজার ভক্ত। পুলিশের কন্ট্রোল রুম জানিয়েছে, রায়গড় ও জালনায় ৩ জন করে মোট ৬ জন ডুবে মারা গিয়েছেন, সাতারা ও ভাণ্ডারায় ডুবে গিয়েছেন ২ জন করে ও ১ জনের মৃত্যু হয়েছে পিম্পরি চিঞ্চওয়াড়ে। তবে মুম্বইয়ে এমন কোনও দুর্ঘটনার খবর নেই। নাসিক, পুনে ও কোলাপুরের মত শহরে প্রচণ্ড জোরে সাউন্ড সিস্টেম বাজানো নিয়ে কথা কাটাকাটির জেরে অশান্তির খবর এসেছে।
ঠাকুর বিসর্জনের জেরে নদী বা সমুদ্র দূষণের আশঙ্কা থাকায় বহু পুরসভা কৃত্রিম পুকুরের ব্যবস্থা করে বিসর্জনের জন্য।
মহারাষ্ট্রে শেষ গণেশ উৎসব, বিসর্জনের সময় জলে ডুবে মৃত ১১
ABP Ananda, Web Desk
Updated at:
24 Sep 2018 01:38 PM (IST)
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -