নয়াদিল্লি: প্রথা মেনে জলকামানের স্যালুটের মাধ্যমে বায়ুসেনায় আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত হল রাফাল যুদ্ধবিমান। আজ অম্বালা এয়ারবেসে সকাল ১০.৪৫ মিনিট নাগাদ বায়ুসেনার হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হল রাফালকে। এর আগে, প্রথামাফিক সর্বধর্ম পুজো হয় যুদ্ধবিমানের। আর এর মাধ্য়মেই ভারতীয় বায়ুসেনায় এক ইতিহাসের রচনা হল।
৫টি রাফাল যুদ্ধবিমান ফ্রান্স থেকে জুলাই মাসে এলেও সেগুলি এতদিন বায়ুসেনার হাতে তুলে দেওয়া হয়নি। আজ আনুষ্ঠানিকভাবে অম্বালা বিমানঘাঁটিতে বায়ুসেনার হাতে তুলে দেওয়া হয় পাঁচটি রাফাল যুদ্ধবিমান। রাফালের জন্য নতুন করে বায়ুসেনার ১৭ নম্বর স্কোয়াড্রনকে "গোল্ডেন স্কোয়াড্রন" গঠন করা হয়েছে।
এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ এবং ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী ফ্লোরঁস পার্লি। এদিন সকালেই ভারতে পৌঁছন ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী ফ্লোরঁস পার্লি। দিল্লিতে তাঁকে গার্ড অফ অনার দেওয়া হয়।
ভারতের দিকে উপস্থিত ছিলেন চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত, বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল আরকেএস ভাদৌরিয়া এবং প্রতিরক্ষা সচিব অজয় কুমার ও ডিআরডিও চেয়ারম্যান সতীশ রেড্ডি সহ প্রতিরক্ষা মন্ত্রক ও সশস্ত্র বাহিনীর শীর্ষ পদাধিকারীরা।
অপরদিকে, ফ্রান্সের দিক দিয়ে ছিলেন ভারতে নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত ইম্যানুয়েল লেনেঁ, ফরাসি বায়ুসেনার উপ-প্রধান এয়ার জেনারেল এরিক উতুলে সহ শীর্ষ আধিকারিকরা।
এর পাশাপাশি, উপস্থিত ছিলেন রাফাল নির্মাণকারী সংস্থা দাসোল এভিয়েশনের সিইও তথা চেয়ারম্যান এরিক ত্রাপিয়ে, ক্ষেপণান্ত্র নির্মাতা এমবিডিএ-র সিইও এরিক বেরঁজে সহ ফরাসি প্রতিরক্ষা শিল্পের সঙ্গে যুক্ত একাধিক কর্তারা।।
এদিন দুদেশের প্রতিরক্ষামন্ত্রী অম্বালা এয়ারবেসে পৌঁছনোর পর রাফাল যুদ্ধবিমানের আনুষ্ঠানিক আবরণ উন্মোচন হয়। সেখানেই যুদ্ধবিমান ও বাহিনীর মঙ্গলকামনায় সর্বধর্ম পুজো সম্বন্ন করা হয়।
এরপর এয়ারফিল্ডে পৌঁছে রাফালকে আনুষ্ঠানিকভাবে বায়ুসেনার হাতে তুলে দেওয়া হয়। জলকামানের মাধ্যমে রাফালকে সামরিক স্যালুট প্রদান করা রা হয়। তারপর রাফাল ও তেজস যুদ্ধবিমান আকাশে কসরত দেখায়। কসরত দেখায় সরং অ্যারোবেটিক টিমও।
অনুষ্ঠানের পর ফরাসি ও ভারতীয় প্রতিনিধিদলের মধ্য়ে একটি দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথা।
লাদাখ সীমান্তে যখন বারবার আগ্রাসন দেখাচ্ছে চিন। এই সময়ে ভারতীয় বায়ুসেনায় রাফাল যুদ্ধবিমানের আনুষ্ঠানিক অন্তর্ভুক্তি, ভারতের শক্তি একলাফে অনেক বাড়িয়ে দেবে বলেই মনে করা হচ্ছে।
দীর্ঘদিন পর বায়ুসেনায় যুক্ত হয়েছে কোনও যুদ্ধবিমান। রুশ সুখোই-৩০এমকেআই-এর পর রাফাল -- ফরাসি যুদ্ধবিমানের অন্তর্ভুক্তিতে ভারতীয় বাহিনীর শক্তি বাড়তে চলেছে নিঃসন্দেহে।
গত ২৭ জুলাই, ফ্রান্স থেকে প্রথম ব্যাচের পাঁচটি যুদ্ধবিমান ভারতের এসেছে। আজ সেগুলিই অন্তর্ভুক্ত করা হচ্ছে বায়ুসেনায়। দ্বিতীয় ব্যাচের আরও পাঁচ রাফাল আসছে আগামী নভেম্বর মাসে। ২০২১-এর শেষের মধ্যে মোট ৩৬টি এসে যাওয়ার কথা।