ট্যুইট করে বিজেপি বলেছে, রাহুলজি, ভারত আপনার ভুয়ো সংবাদ শুনতে শুনতে ক্লান্ত। দেশকে নির্লজ্জ ভাবে বিভ্রান্ত করবেন না, সকালের তোলা ছবি শেয়ার করা বন্ধ করুন। হয়তো আপনি আগে থেকে জানতেন, পুলওয়ামা হামলা ঘটবে, কিন্তু ভারতের জনগণ হামলার খবর জানতে পারেন বিকালে। পরের বার একটু ভাল চমক দেওয়ার চেষ্টা করুন, যেখানে সেনা জওয়ানদের বলিদানকে জড়ানো হবে না।
কংগ্রেস সভাপতি আজ ট্যুইটে মোদিকে কটাক্ষ করেন ‘প্রাইম টাইম মিনিস্টার’ বলে। বলেন, পুলওয়ামা সন্ত্রাসে ৪০ জওয়ানের মৃত্যুর খবর ছড়ানোর তিন ঘন্টা বাদেও উত্তরাখন্ডে ছবির শ্যুটিং চালিয়ে যান তিনি। মোদির ফোটো শ্যুটে থাকার, নৌকাবিহারের ছবিও ট্যুইটে জুড়ে দেন রাহুল। ফোটোশ্যুটসরকার হ্যাশট্যাগ দিয়ে রাহুল লেখেন, দেশবাসীর হৃদয়, নিহত জওয়ানদের ঘর বেদনার মহাসমুদ্রে ভরে গিয়েছে, উনি তখন হাসিমুখে জলে নেমে ফটোশ্যুট করছেন!
বৃহস্পতিবার কংগ্রেস মিডিয়ায় বেরনো খবর উদ্ধৃত করে দাবি করে, ১৪ ফেব্রুয়ারি অপরাহ্নে সিআরপিএফ কনভয়ে সন্ত্রাসবাদী হামলা সত্ত্বেও করবেট ন্যাশনাল পার্কে নিজের প্রচারে একটি ছবির শ্যুটিং চালিয়ে যান সন্ধ্যা পর্যন্ত।
কংগ্রেস মুখপাত্র রণদীপ সিংহ সুরজেওয়ালা এমনকী এও দাবি করেন যে, সেদিন প্রতিটি দেশবাসী ঘরে যখন কোনও খাবার মুখে তুলতে চাননি, মোদি তখন সন্ধ্যা সাতটায় পূর্ত দপ্তরের অতিথিশালায় চা, সিঙ্গারা খেয়েছেন!