লখনউ: সাহারানপুরের দেওবন্দ থেকে দুই সন্দেহভাজন জয়েশ-ই-মহম্মদ জঙ্গিকে গ্রেফতার করল উত্তরপ্রদেশের সন্ত্রাসদমন স্কোয়াড। এরা হল শাহনওয়াজ আহমেদ, আকিব আহমেদ মালিক। দুজনেই জম্মু ও কাশ্মীরের লোক। প্রথমজন কুলগামের, দ্বিতীয়জন পুলওয়ামার। উত্তরপ্রদেশ পুলিশের ডিজিপি ও পি সিংহ জানিয়েছেন, দুজনেই জয়েশের সদস্য হিসাবে লোকজন রিক্রুট করায় যুক্ত।
এদের কি ১৪ ফেব্রুয়ারির পুলওয়ামা সন্ত্রাসে কোনও ভূমিকা ছিল, প্রশ্ন করা হলে পুলিশকর্তাটি বলেন, ওরা পুলওয়ামার ঘটনার আগে না পরে এখানে এসেছিল, তা বলা কঠিন। তদন্ত চলছে।
দেওবন্দ থেকে জয়েশের হয়ে লোক রিক্রুট করায় জড়িত ২ সন্দেহভাজন কাশ্মীরী গ্রেফতার
Web Desk, ABP Ananda
Updated at:
22 Feb 2019 01:44 PM (IST)
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -