নয়াদিল্লি: মার্কিন ডলারের তুলনায় টাকার মূল্য প্রায় ৭৪-এর কাছাকাছি পৌঁছে যাওয়ায় কেন্দ্রকে তীব্র আক্রমণ করলেন রাহুল গাঁধী। কংগ্রেস সভাপতির মতে, ব্রেকিং খবর নয়, টাকা ব্রোকেন।
বৃহস্পতিবার, ডলারের তুলনায় টাকা দাঁড়ায় ৭৩.৭৭। পাশাপাশি, আন্তর্জাতিক বাজারে অশোধিত তেলের মূল্য উত্তরোত্তর বৃদ্ধি পাওয়ায় আর্থিক ঘাটতি প্রকট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বিষয়টিকে হাতিয়ার করে এদিন রাহুল টুইটারে কটাক্ষের সুরে লেখেন, টাকা আরও পড়ে ৭৩.৭৭। টাকা ভেঙে গিয়েছে।
গতকালই, টাকার পতন নিয়ে চুপ থাকার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমালোচনা করেন রাহুল। টুইট করে লেখেন, জ্বালানির দাম ঊর্ধ্বমুখী। মানুষের মধ্যে তীব্র ক্ষোভ। অথচ, প্রধানমন্ত্রী চুপ। তাঁর প্রশ্ন, আর কত ৫৬-ইঞ্চি ছাতি চুপ থাকবেন? ‘আচ্ছে দিন’-এর প্রতিশ্রুতির কী হল?