নয়াদিল্লি: মঙ্গলবার ছিল মহাত্মা গাঁধীর সার্ধশততম জন্মবার্ষিকী। সেই উপলক্ষ্যে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ, ইউপিএ চেয়ারপার্সন সনিয়া গাঁধী এবং কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী এদিন নাগপুরের ওয়ার্ধায় স্থিত ঐতিহাসিক সেবাগ্রাম আশ্রমে গিয়েছিলেন। সেখানে তাঁরা জাতির জনককে শ্রদ্ধার্ঘ্য জানান। সেখানে খাওয়া-দাওয়ার পর সনিয়া-রাহুল তাঁদের ব্যবহার করা প্লেট নিজেরাই ধুয়ে রাখেন।
দলের এক আধিকাকির জানান, আশ্রমের মধ্যেই রয়েছে ‘বাপু কুটীর’। এখানেই থাকতেন মহাত্মা গাঁধী। এদিন কংগ্রেস ওয়ার্কিং কমিটি (সিডব্লুসি)-র ৫৩ জন সদস্যকে নিয়ে সেখানে প্রার্থনা সভায় অংশ নেন রাহুল। এরপর, নিকটবর্তী মহাদেব ভবনে ১৯৪২ সালে মহাত্মার নেতৃত্বে হওয়া সিডব্লুসি-র ঐতিহাসিক বৈঠক উদযাপন করেন সনিয়া-রাহুল সহ কংগ্রেসের বর্তমান প্রজন্মের নেতৃত্ব।
প্রসঙ্গত, ১৯৪২ সালের ৮ অগাস্টে হওয়া ওই সিডব্লুসি-র বৈঠক থেকেই ‘ভারত ছাড়ো আন্দোলন’-এর ডাক দিয়েছিলেন মহাত্মা। এর ফলে, পাঁচ বছর পর ব্রিটিশদের ভারত ছাড়তে হয়েছিল। সেদিনের সেই ঐতিহাসিক বৈঠককে স্মরণীয় করতে বর্তমান সিডব্লুসি-র এক বিশেষ বৈঠক আয়োজিত হয়। এদিনের ওই বিশেষ বৈঠকে উপস্থিত ছিলেন কংগ্রেসের তাবড় তাবড় নেতা।
বৈঠকের পর রাহুল গাঁধী সহ কংগ্রেসের বিশিষ্ট নেতৃবৃন্দ কালেক্টরেটের পাশে মহাত্মার মূর্তিতে মাল্যদান করে শহরের প্রধান অঞ্চল দিয়ে প্রতীকী পদযাত্রা করেন।