নয়াদিল্লি: তাঁর দল কংগ্রেসই রাজস্থানে সরকার গড়বে, সভাপতি রাহুল গাঁধী ঠিক করবেন পরবর্তী মুখ্যমন্ত্রী। বললেন মরু রাজ্যে ২বার মুখ্যমন্ত্রী থাকা অশোক গেহলট।


প্রত্যাশামতই গোবলয়ের তিন রাজ্যে কংগ্রেসের সাফল্যের কৃতিত্ব রাহুলকে দিয়েছেন পোড়খাওয়া নেতা গেহলট। তাঁর বক্তব্য, রাহুল মানুষের সামনে মূল ইস্যুগুলি ঠিকভাবে তুলে ধরতে পেরেছেন, ফলে নেমেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয়তার গ্রাফ। জিনিসপত্রের দাম বাড়া, কৃষক সমস্যা, রাফালের মত ইস্যুগুলিকে তিনি এভাবে তুলে ধরেন যে তার জবাব বিজেপির কাছে ছিল না। এভাবে ইস্যুভিত্তিক রাজনীতি করে প্রথমে মোদীর গড় গুজরাতেই মোদী ও অমিত শাহ জুটিকে রাহুল কোণঠাসা করে দেন। আর এবার একই পথে হেঁটে সাফল্য পেয়েছেন গোবলয়ের বিস্তীর্ণ অংশে।

তবে এর আগে ২বার মুখ্যমন্ত্রী থাকার সুবাদে এবারেও রাজস্থানে তিনি মুখ্যমন্ত্রী হতে চলেছেন কিনা সে ব্যাপারে গেহলট স্পষ্ট করে কিছু বলেননি, জানিয়েছেন, দলীয় বিধায়করা ও রাহুল গাঁধী এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। রাজস্থানে মুখ্যমন্ত্রীর পদের দৌড়ে থাকা প্রদেশ কংগ্রেস সভাপতি সচিন পাইলটও আত্মবিশ্বাসী, তাঁরাই মরু রাজ্যে ক্ষমতায় আসছেন। শুধু রাজস্থান নয়, ছত্তিশগড় ও মধ্যপ্রদেশেও তাঁরা জিতছেন বলে তাঁর দাবি। রাজেশ পাইলটের ছেলেরও বক্তব্য, মুখ্যমন্ত্রী পদের ব্যাপারে রাহুল ও দলীয় বিধায়করা সিদ্ধান্ত নেবেন।

আজ থেকে ১ বছর আগে আজকের দিনে রাহুল গাঁধী কংগ্রেস সভাপতি হন। এই নির্বাচনী ফলই তাঁকে সব থেকে বড় উপহার বলে মন্তব্য করেছেন সচিন।