নয়াদিল্লি: রাজস্থানে ভোটগ্রহণ শেষ হল। রাজনৈতিক দলগুলির ভাগ্য এখন ইভিএম বন্দি। এখন সবচেয়ে বড় প্রশ্ন হল, মরুরাজ্যে এবার ঝড় তুলবে কে? রাজস্থানের সিংহাসনে গত পাঁচ বছর ধরে বসুন্ধরা রাজে বসে আছেন। গ্বালিয়র রাজঘরানার মেয়ে এবং ঢোলপুর রাজ পরিবারের বধূ বসুন্ধরা কি এবারও বিজেপির দূর্গ অটুট রাখতে পারবেন? না কি অশোক গহলৌত ও সচিন পায়লটের জুটি বিজেপিকে পরাস্ত করতে পারবে? সিএসডিএস-লোকনীতি বুথ ফেরত সমীক্ষার ফল অনুযায়ী, রাজস্থানে বিজেপি পেতে পারে ৮৩টি আসন। কংগ্রেসের ঝুলিতে যেতে পারে ১০১টি আসন। অন্যান্যদের ঝুলিতে যেতে পারে ১৫টি আসন। অর্থাৎ, সমীক্ষার ফল অনুযায়ী, লোকসভা ভোটের আগে মোদিকে ধাক্কা দিয়ে মধ্যপ্রদেশের মতোই বিজেপির থেকে রাজস্থানও ছিনিয়ে নিতে পারে কংগ্রেস।

রাজস্থানে বিজেপি পেতে পারে ৪০ শতাংশ ভোট। কংগ্রেস সামান্য বেশি ৪১ শতাংশ ভোট পেতে পারে। মায়াবতীর বিএসপি ৪ শতাংশ ভোট পেতে পারে। অন্যান্যদের ঝুলিতে যেতে পারে ১৪ শতাংশ ভোট।

এবার রাজস্থানে ভোটে প্রধান ইস্যু হল কৃষকদের দুরবস্থা। কর্মসংস্থান নিয়েও অসন্তোষ রয়েছে তরুণ প্রজন্মের মনে। নোটবন্দিতে আংশিক হলেও ক্ষুব্ধ ব্যবসায়ী মহল। প্রতিশ্রুতি দিয়েও বসুন্ধরা রাজে জাঠ ও রাজপুতদের জন্য সংরক্ষণ চালু না করায় অসন্তোষ রয়েছে তাদের মধ্যেও। বসুন্ধরা দাম্ভিক, অহঙ্কারী, সাধারণ মানুষের কথা ভাবেন না, এই অভিযোগেও সরব হয়েছিল কংগ্রেস। রাজস্থানের ফল ঘোষণা ১১ তারিখ  অর্থাৎ মঙ্গলবার।