রাজস্থান: সমস্ত সমীক্ষাকে ভুল প্রমাণ করে মরুশহর রাজস্থানে সরকার গড়ার দৌড়ে এগিয়ে গেল কংগ্রেস। ৬১ আসনে এগিয়ে কংগ্রেস, ৪৫ আসনে এগিয়ে রয়েছে বিজেপি। রাজ্য নির্বাচন কমিশনের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, প্রথম পর্যায়ের গণনার পর রাজ্যের বহু মন্ত্রীই তাঁদের বিরোধীদের থেকে পিছিয়ে পড়েছে। সাত নির্দল প্রার্থী এবং অন্যান্য দলের তিন প্রার্থী এগিয়ে রয়েছে।
তবে মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে নিজের কেন্দ্র ঝালরাপাটান কেন্দ্রে চার হাজার ভোটে এগিয়ে রয়েছে। ওই কেন্দ্রে বসুন্ধরার বিপরীতে রয়েছেন প্রাক্তন বিজেপি নেতা যশবন্ত সিংহের ছেলে মানবেন্দ্র সিংহ।
রাজ্যের বিধানসভার স্পিকার কৈলাস মেঘওয়াল এইমুহূর্তে ভিলওয়াড়ার শাহপুরা কেন্দ্র থেকে ৩, ৪১১ ভোটে এগিয়ে রয়েছে।
বুথ ফেরত সমীক্ষাকে উড়িয়ে রাজস্থানে জোর লড়াই দিল বিজেপি, সরকার গড়ার দৌড়ে এগিয়ে কংগ্রেস
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
11 Dec 2018 10:52 AM (IST)
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -