উরি-র নায়ক ভিকি কৌশল পোস্ট করেছেন তাঁর জাতীয় পতাকা হাতে ছবি। লিখেছেন, আজ সন্ধেটা তিনি কাটাবেন ওয়াঘা সীমান্তে সেনা জওয়ানদের সঙ্গে।
উরি-তে ভিকির সহশিল্পী ইয়ামি গৌতমও থাকবেন ওয়াঘা সীমান্তে, জওয়ানদের সঙ্গে।
কপিল শর্মা তাঁর অনুরাগীদের প্রজাতন্ত্র দিবসের অভিনন্দন জানিয়েছেন।
সলমন খান এই উপলক্ষ্যে পোস্ট করেছেন তাঁর আগামী ছবি ভারত-এর পোস্টার।
কৃতী শ্যানন শেয়ার করেছেন সংবিধান রচয়িতা বি আর অম্বেডকরের বাণী।
অনুপম খের, অভিষেক বচ্চন, কর্ণ জোহর, সোনম কপূরও দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।