কংগ্রেসের লোকসভার দলনেতার ট্যুইট, ‘বিদায় নেওয়া তারকা সুশান্ত সিংহ রাজপুত একজন ভারতীয় অভিনেতা ছিলেন। বিজেপি শুধু ভোটে ফায়দা তোলার জন্য তাঁকে একজন বিহারি অভিনেতায় পরিণত করেছে। রিয়ার বাবা একজন প্রাক্তন সেনা অফিসার। তিনি দেশের সেবা করেছেন। রিয়া একজন বাঙালি ব্রাহ্মণ মহিলা। অভিনেতা সুশান্ত রাজপুতের জন্য ন্যায়বিচারকে বিহারির প্রতি ন্যায়বিচার হিসেবে দেখা উচিত নয়। রিয়ার বাবারও তাঁর সন্তানদের জন্য ন্যায়বিচারের দাবি করার অধিকার আছে। সংবাদমাধ্যমে বিচার আমাদের বিচারবিভাগের পক্ষে অশুভ। সবার জন্য ন্যায়বিচতার আমাদের সংবিধানের মৌলিক ভিত্তি।’
সুশান্তের মৃত্যুর পর থেকেই রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। বিহারে বিধানসভা নির্বাচনের আগে এই অভিনেতার মৃত্যু বড় ইস্যু হয়ে গিয়েছে। বিজেপি-র পক্ষ থেকে বিহারের বিভিন্ন জায়গায় পোস্টার ও ব্যানার দিয়ে সুশান্তের জন্য ন্যায়বিচারের দাবি তোলা হয়েছে। বিহার সরকার সুশান্তের মৃত্যুর তদন্তভার সিবিআই-এর হাতে দেওয়ার দাবি জানিয়েছিল।
বাংলার রাজনৈতিক দলগুলি এতদিন এ বিষয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করেনি। অধীরই বাংলার প্রথম রাজনীতিবিদ, যিনি রিয়ার বাঙালি ও ব্রাহ্মণ পরিচয় নিয়ে সরব হলেন।