LIVE UPDATES: তুঙ্গে বলয়গ্রাস সূর্যগ্রহণ, কোথাও দেখা গেল 'রিং অফ ফায়ার', কোথাও মেঘে ঢাকল মহাজাগতিক দৃশ্য

এদিনের বলয়গ্রাসে ঢাকা পড়বে সূর্যের প্রায় ৯৯ শতাংশ, সেজন্যই একে গভীরতম গ্রহণ বলে অভিহিত করা হয়েছে

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 21 Jun 2020 03:49 PM

প্রেক্ষাপট

আজ বলয়গ্রাস সূর্যগ্রহণ। উত্তর ভারতের একাংশ থেকে এই বলয়গ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে। আর কলকাতাবাসী দেখতে পাবেন আংশিক সূর্যগ্রহণ। তবে আকাশ মেঘলা থাকায়, সূর্যগ্রহণ কতটা দেখা যাবে, তা নিয়ে রয়েছে সংশয়।...More