LIVE UPDATES: তুঙ্গে বলয়গ্রাস সূর্যগ্রহণ, কোথাও দেখা গেল 'রিং অফ ফায়ার', কোথাও মেঘে ঢাকল মহাজাগতিক দৃশ্য

এদিনের বলয়গ্রাসে ঢাকা পড়বে সূর্যের প্রায় ৯৯ শতাংশ, সেজন্যই একে গভীরতম গ্রহণ বলে অভিহিত করা হয়েছে

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 21 Jun 2020 03:49 PM
কোন জায়গা থেকে কেমন গ্রহণ এক নজরে--

দিল্লি - ৯৪%
গুয়াহাটি - ৮০%
পটনা - ৭৮%
শিলচর - ৭৫%
কলকাতা - ৬৬%
মুম্বই - ৬২%
বেঙ্গালুরু - ৩৭%
চেন্নাই - ৩৪%
পোর্ট ব্লেয়ার - ২৮%
গ্রহণের সময়: ভারতে গ্রহণ শুরু হবে সকাল ৯টা ১৫ মিনিট নাগাদ। চলবে দুপুর ৩.০৩ পর্যন্ত। গ্রহণ তুঙ্গে পৌঁছবে দুপুর ১২টা থেকে ১২.৩০ পর্যন্ত।
বিজ্ঞানীরা জানিয়েছেন, মধ্য আফ্রিকার কঙ্গো প্রথম দেখা যাবে এই গ্রহণ। তারপর মহাজাগিতক এই ঘটনার সাক্ষী হবে ইথিওপিয়া, দক্ষিণ সুদান, ওমান, সৌদি আরব, পাকিস্তান, ভারত, তিব্বত, তাইওয়ান ও অস্ট্রেলিয়া।
কলকাতায় গ্রহণ শুরু হবে সকাল ১০টা ৪৬ মিনিটে। গ্রহণের তুঙ্গ মুহূর্ত বেলা ১২টা ৩৫ মিনিটে। শেষ দুপুর ২টো ১৭ মিনিটে।
আংশিক গ্রহণ দেখা যাবে গুজরাতের ভুজ থেকে। সকাল ৯টা ৫৮ মিনিটে শুরু হবে আংশিক গ্রহণ। শেষ হবে অসমের ডিব্রুগড়ে দুপুর ২টো ২৯-এ। অর্থাত্‍ আংশিক গ্রহণ চলবে প্রায় সাড়ে তিন ঘণ্টা ধরে।
জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন, রাজস্থানের ঘরসানা থেকে শুরু হবে বলয়গ্রাস। শেষ হবে দেরাদুন পেরিয়ে উত্তরাখণ্ডের যোশীমঠে। বলয়গ্রাস চলবে ৪ ঘণ্টা ধরে। শুরু সকাল ১০টা ২০-তে। শেষ দুপুর ২টো ২০তে।
রাজস্থান, হরিয়ানা, উত্তরাখণ্ড সহ ভারতের কয়েকটি জায়গা থেকে দেখা যাবে সূর্যগ্রহণ। বাকিদের সন্তুষ্ট থাকতে হবে আংশিক গ্রহণ দেখে।

প্রেক্ষাপট

আজ বলয়গ্রাস সূর্যগ্রহণ। উত্তর ভারতের একাংশ থেকে এই বলয়গ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে। আর কলকাতাবাসী দেখতে পাবেন আংশিক সূর্যগ্রহণ। তবে আকাশ মেঘলা থাকায়, সূর্যগ্রহণ কতটা দেখা যাবে, তা নিয়ে রয়েছে সংশয়। জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন, রবিবার ঢাকা পড়বে সূর্যের প্রায় ৯৯ শতাংশ। সেজন্যই একে গভীরতম গ্রহণ বলে অভিহিত করা হয়েছে। এই সূর্যগ্রহণ না দেখলে, ফের সূর্যগ্রহণ দেখার জন্য অপেক্ষা করতে হবে ২ বছর ৪ মাস। ২০২২-এর ২৫ অক্টোবর পরবর্তী গ্রহণ। সূর্যের পূর্ণগ্রাস গ্রহণ ২০৩৪ সালে। প্রসঙ্গত আজ বছরের সবচেয়ে বড় দিন। বিজ্ঞানের পরিভাষায় "সামার সলস্টিস"।


 


 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.