ঘটনাচক্রে ঋষির পরিবার দেশভাগের আগে ছিল এখনকার পাকিস্তানেই। তাই প্রতিবেশীদের কষ্ট তাঁকে পীড়া দেয় হয়তো। সেজন্যই কি ট্যুইটে লিখেছেন, ‘প্রাপ্য সম্মান দিয়েই বলছি, পাক প্রধানমন্ত্রীর সবাইকে বলা উচিত, যাতে তারা আগাম দরকারি সাবধানতা মেনে চলেন। পাকিস্তানের মানুষজনও আমাদের আপনার জন। একদিন তো আমরা একই ছিলাম। আমাদেরও ওদের জন্য চিন্তা হয়। এটা গোটা দুনিয়ার সঙ্কট। এখন ইগো ধরে থাকলে চলবে না।তোমাদের আমরা ভালবাসি। মানবতা জিন্দাবাদ!’
ঋষির আন্তরিক বার্তায় আপ্লুত পাকিস্তানি গায়ক শফাকত আমানত আলি ট্যুইট করেছেন, ‘আপনার ভালবাসায় ভরা শুভেচ্ছার জন্য ধন্যবাদ। আপনাকেও আমার ভালবাসা, শ্রদ্ধা জানাই। আপনি ঠিকই বলেছেন, এটা দেশের নয়, সারা দুনিয়ার, মানবজাতির ব্যাপার। আমরা সবাই একজোট। মানবতার জয় হোক। এই বিপদ শীঘ্রই কাটিয়ে উঠতে পারব হয়তো আশা করছি। ভালবাসা, শুভেচ্ছা নেবেন।’
করোনাভাইরাসের দাপটের জেরে সদা কর্মব্যস্ত বলিউড। বন্ধ ছবির শ্যুটিং, ছবির রিলিজ, প্রচারের যাবতীয় কাজ। ঘরবন্দি তারকারাও।