আমদাবাদ: ২০২২-এর অগাস্টে বুলেট ট্রেনের ৫০৮ কিমি প্রকল্পেরই কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হলেও, সেই কাজ সময়ে শেষ হবে কি না, সেটা নিয়ে সংশয় তৈরি হয়েছে। সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, ন্যাশনাল হাই স্পিড রেল কর্পোরেশন লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়েছে, যে গতিতে কাজ হওয়ার কথা ছিল, সেটা হচ্ছে না। ২০২২-এর ১৫ অগাস্টের মধ্যে যদি গোটা প্রকল্পের কাজ শেষ না করা যায়, তাহলে শুরুতে গুজরাতের সুরাত থেকে বিল্লিমোরা পর্যন্ত বুলেট ট্রেন চালানো হতে পারে।

ন্যাশনাল হাই স্পিড রেল কর্পোরেশন লিমিটেডের এক আধিকারিক জানিয়েছেন, ‘বুলেট ট্রেন প্রকল্প কার্যকর করার ক্ষেত্রে শুধু জমি অধিগ্রহণই একমাত্র বাধা নয়, বিস্তারিত পরিকল্পনা এবং প্রক্রিয়াগত কাজও এখনও শেষ হয়নি। আমাদের মূল্যায়ন, এই প্রকল্পের কাজ শেষ হতে এক বছর দেরি হবে। ২০২৩-এর শেষদিকে ৫০৮ কিমি প্রকল্পের কাজ শেষ হয়ে যেতে পারে।’

বুলেট ট্রেন প্রকল্পের জন্য ১,৪৩৪ হেক্টর জমি অধিগ্রহণ করতে হবে। এর মধ্যে মহারাষ্ট্রের জমির পরিমাণ ৩৫৩ হেক্টর। বাকি জমি গুজরাতের। কিন্তু এখনও পর্যন্ত শুধু বান্দ্রা-কুরলা কমপ্লেক্সের ০.৯ হেক্টর জমিই রেলের হাতে তুলে দেওয়া সম্ভব হয়েছে। এ বছরের ডিসেম্বরের মধ্যে জমি অধিগ্রহণ প্রক্রিয়া শেষ করা সম্ভব নয় বলেই মনে করছেন ন্যাশনাল হাই স্পিড রেল কর্পোরেশন লিমিটেডের আধিকারিকরা। এর ফলেই সময়ে কাজ শেষ করা নিয়ে সমস্যা দেখা দিয়েছে।