সপ্তম দিনে হার্দিক পটেলের অনশন, বন্ধ করলেন জল খাওয়া, দেখা করে সমর্থন জানালেন কংগ্রেস নেতারা
Web Desk, ABP Ananda | 31 Aug 2018 06:45 PM (IST)
আমদাবাদ: সরকারি চাকরি ও শিক্ষায় সংরক্ষণের দাবিতে পাতিদার নেতা হার্দিক পটেলের অনশন সপ্তম দিনে পড়ল। এই নেতা আজ এক বিবৃতিতে জানিয়েছেন, তিনি জল ও খাবার খাওয়া বন্ধ করে দিলেও, সংরক্ষণের দাবিতে লড়াই চালিয়ে যাবেন। যতক্ষণ না জয় পাচ্ছেন, মহাত্মা গাঁধীর পথে আন্দোলন চলবে। আজ গুজরাতের প্রাক্তন কংগ্রেস সভাপতি অর্জুন মোধওয়াদিয়া, কানু কালসারিয়া, বিধায়ক বিক্রম মাদাম সহ বেশ কয়েকজন কংগ্রেস নেতা হার্দিকের সঙ্গে দেখা করে তাঁকে সমর্থন করার কথা জানান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপি-কে তোপ দেগে মোধওয়াদিয়া বলেছেন, ‘হার্দিকের সঙ্গে আলোচনা করে সমাধান খোঁজার অনুরোধ করছি গুজরাত ও কেন্দ্রীয় সরকারকে। আমাদের প্রধানমন্ত্রী যদি পাকিস্তানে গিয়ে নওয়াজ শরিফের সঙ্গে দেখা করতে পারেন, যদি বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে আলোচনা হতে পারে, তাহলে হার্দিকের সঙ্গে কেন বৈঠক হতে পারে না?’ কালসারিয়ার অভিযোগ, হার্দিকের বাসভবনে লোকজনকে যেতে বাধা দিচ্ছে পুলিশ। এ মাসের ২৫ তারিখ থেকে অনশন শুরু করেছেন হার্দিক। তাঁর আরও দাবি, গুজরাতের কৃষকদের ঋণ মকুব করতে হবে এবং পাতিদারদের অন্যান্য অনগ্রসর শ্রেণির আওতাভুক্ত করতে হবে।