মুম্বই: পাকিস্তানের বিরুদ্ধে রোহিত শর্মার ১১৩ বলে ১৪০ রানের ইনিংসে আচ্ছন্ন দেশ-বিদেশের প্রাক্তন ও বর্তমান ক্রিকেটারেরা। ভারত-পাক মহারণের চব্বিশ ঘণ্টা পেরিয়ে যাওয়ার পরেও চর্চা চলল ‘হিটম্যান’-কে নিয়েই। এবার রোহিত শর্মার ইনিংস নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করলেন দিলীপ বেঙ্গসরকর। বলে দিলেন, ওল্ড ট্র্যাফোর্ডে রোহিতের সেঞ্চুরি অতিমানবিক ইনিংস।
সোমবার মুম্বইয়ে একটি অনুষ্ঠানে বেঙ্গসরকর বলেন, ‘রোহিত এখন অনেক পরিণত। ও দীর্ঘদিন ধরে খেলছে এবং খুব অভিজ্ঞও। আমার মতে বিশ্বের অন্যতম সেরা ক্রিকেটার রোহিত। রবিবার যে ইনিংসটা খেলেছে সেটা অসাধারণ। অতিমানবিক ইনিংস।’
আহত শিখর ধবনের অনুপস্থিতিতে রবিবার ম্যাঞ্চেস্টারে রোহিতের সঙ্গে ইনিংস ওপেন করেন কে এল রাহুল। নতুন পার্টনারকে নিয়েও স্বচ্ছন্দ ছিলেন মুম্বইকর। বেঙ্গসরকর বলেছেন, ‘খুব চাপের ম্যাচ ছিল। ওর নিয়মিত পার্টনার চোট পাওয়ায় খেলেনি। তারপরেও ও সাবলীল ব্যাটিং করেছে। দায়িত্ব নিয়ে ব্যাটিং করেছে। নিজের সহজাত শট খেলেছে। ও বিশ্বমানের ক্রিকেটার।’
বেঙ্গসরকর আরও বলেছেন, ‘ভারত-পাকিস্তান দ্বৈরথ বড় ম্যাচ। চাপের ম্যাচ। তবে শুরু থেকে ভারত যেভাবে খেলেছে তাতে পাকিস্তান চাপে পড়ে যায়।’
তবে ব্যাটিং অর্ডারের চার ও পাঁচ নম্বর জায়গা নিয়ে আশ্বস্ত নন বেঙ্গসরকর। বলেছেন, ‘আশা করছি বাকি ম্যাচগুলোয় বিজয় শঙ্কর ভালই খেলবে। আমি ওর খেলা দেখিনি। তাই মন্তব্য করব না। কেদার যাদবও রয়েছে। আশা করছি যাদের নেওয়া হয়েছে ভালই খেলবে।’তিনি যোগ করেছেন, ‘বিরাট, রোহিত, শিখর, রাহুল – চারজনই বিশ্বমানের ক্রিকেটার। ছন্দেও আছে। ভারতীয় দলের পক্ষে সেটা ইতিবাচক।’
পাকিস্তানের বিরুদ্ধে অতিমানবিক ইনিংস খেলেছে রোহিত, সার্টিফিকেট বেঙ্গসরকরের
Web Desk, ABP Ananda
Updated at:
17 Jun 2019 09:59 PM (IST)
আহত শিখর ধবনের অনুপস্থিতিতে রবিবার ম্যাঞ্চেস্টারে রোহিতের সঙ্গে ইনিংস ওপেন করেন কে এল রাহুল। নতুন পার্টনারকে নিয়েও স্বচ্ছন্দ ছিলেন মুম্বইকর
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -