রুমা পাল, কলকাতা: সামনেই বিধানসভা ভোট। নবান্ন দখলের জন্য চলছে হাড্ডাহাড্ডি লড়াই। নির্বাচনের আগে পাল্লা দিয়ে চলছে দলবদল আর যোগদান প্রক্রিয়া। আজ তৃণমূল ভবনে দলে যোগদান করলেন টলিপাড়ার একাধিক চেনা মুখ। দোলা সেনের নেতৃত্বে আজ তৃণমূলে যোগদান করেন রণিতা রায়, সৌপ্তিক চক্রবর্তী, শ্রীতমা ভট্টাচার্য ও দিশা রায়চৌধুরী।


আজ তৃণমূল ভবনে দলীয় পতাকা হাতে তুলে নেন এই অভিনেতা-অভিনেত্রীরা। উপস্থিত ছিলেন অভিনেতা সোহম চক্রবর্তীও। সাংবাদিক বৈঠকে রণিতা বলেন, ' অভিনয় ইন্ডাস্ট্রি ছাড়িনি। অভিনয়ের সঙ্গে সঙ্গেই দলের কাজ করব। গত ১০ বছর প্রতিবেশী হিসাবে দিদির সঙ্গে ছিলাম, দিদিকে আমরা খুব ভালোবাসি। এতদিনে দিদির বাড়ির লোক হলাম। যুবসমাজকে তৃণমূলের ভাবধারা পৌঁছে দেওয়ার জন্য আমরা কাজ করব।' সেইসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসায় পঞ্চমুখ হলেন 'বাহা'। বললেন, ' আমাদের দিদি মাটির মানুষ। গাড়ি থেকে নেমে হঠাৎ চা খেতে চলে যান।কোন কিছুই পরিকল্পনামাফিক উনি করেন না।'

একই সুর শোনা গেল জয়নীলের গলাতেও। আজ সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, 'গত ১০ বছরে বাংলার যুবসমাজ উন্নতি দেখেছে। তৃণমূলের ভাবধারা যাতে আরও বেশি মানুষের কাছে পৌঁছে যেতে পারে আমরা সেই চেষ্টা করব। আর রাজনীতি কোনও ইন্ডাস্ট্রি নয়, এটা সমাজসেবা। দিদিকে ধন্যবাদ আমাদের এই সুযোগটা করে দেওয়ার জন্য।'

মা ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্র 'ঝিলিক' ওরফে শ্রীতমা আজ বললেন, 'যবে থেকে কাজ শুরু করেছি তবে থেকেই পাশে পেয়েছি মমতা বন্দ্যোপাধ্যায়কে। আমার কাছে এটা অনেক বড় প্রাপ্তি। আমি বিশ্বাস করি শিল্পীর কোনও রঙ হয় না, জাত হয় না। আমি চিরকাল তৃণমূলের থেকে সাহায্য পেয়েছি। আমার তৃণমূলে যোগদান করার একটাই উদ্দেশ্য। আমার বাবার ইচ্ছা ছিল আমি তৃণমূলে থেকে কাজ করি। উনি একজন সমাজসেবী ছিলেন। আমি কিচ্ছু জানি না, পারি না। আমার কেবল চেষ্টা আছে। আমি জানি দলের সদস্যরা আমায় শিখিয়ে দেবেন। তাঁদের হাত ধরেই আমি মানুষের সেবার অ আ ক খ শিখব।'

অভিনেত্রী দিশা রায়চৌধুরী বলেন, 'করোনা পরিস্থিতিতে মানুষের জন্য পথে নেমেছেন দিদি। আমফানের সময়ও মানুষের পাশে দাঁড়িয়েছেন উনি। ওঁনার প্রত্যেক পদক্ষেপ আমায় ভীষণ ছুঁয়ে গিয়েছে। আজ মেয়েরা যদি নির্ভয়ে রাস্তায় ঘুরে বেড়াতে পারে, নিজের অধিকার বুঝে নিতে শেখে, সেটা দিদিরই জন্য।'