মুম্বই: কেউ কেরলের ওয়েনাড জেলার ডিস্ট্রিক্ট কালেক্টর। করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে রাজ্যের অন্যতম প্রধান মুখ। কেউ কর্মরত নার্স। সন্তানদের থেকেও দূরে থাকতে হচ্ছে। মৃত্যুভয় তুচ্ছ করে সেবা করে যাচ্ছেন মানুষের। কেউ আবার সুদূর বার্মিংহামে করোনার বিরুদ্ধে লড়াই করে ফিরে এসেছেন। কেউ কোচির ডেপুটি পুলিশ কমিশনার, লকডাউনে নজরদারির দায়িত্বে। আবার কেউ লড়ছেন ইজরায়েলে। অতিমারীর এই সময়ে দিনরাত এক করে কর্তব্য পালন করে যাচ্ছেন ওঁরা। আজ রবিবার মাতৃদিবস। সেই উপলক্ষে করোনার বিরুদ্ধে সদর্পে লড়াই করছেন যে সমস্ত মায়েরা, তাঁদের সঙ্গে ভিডিও চ্যাটে কথা বললেন সচিন তেন্ডুলকর। তিনি নিজে নিলেন প্রশ্নকর্তার ভূমিকা।

সচিন বললেন, ‘আমি যেখানেই যাই, মানুষ আমার কথা শুনতে চান। কিন্তু আজ আমি আপনাদের, অর্থাৎ যাঁরা জীবনের ঝুঁকি নিয়ে করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই করছেন তাঁদের কথা শুনব। লকডাউনে আপনাদের পরিবারের সঙ্গে কাটানোর সময়ও নেই। বাড়িই যেতে পারছেন না। আপনাদের কুর্নিশ।’

সচিন যোগ করেছেন, ‘কয়েকদিন আগে একটা ভিডিও দেখলাম। একটি বাচ্চা মেয়ে বাবার স্কুটারে চেপে হাসপাতালে মায়ের সঙ্গে দেখা করতে এসেছে কারণ তাঁর মা এক মাস বাড়ি ফিরতে পারেনি। বাচ্চাটির মা নার্স আর করোনা রোগীদের চিকিৎসা করছে বলে মেয়ের ধারেকাছেও যেতে পারেননি। বাচ্চাটি কাঁদছিল। ওই মাকে যে কী পরিমাণ আত্মত্যাগ করছে। বড় হয়ে যখন মায়ের কথা জানবে, তখন ওই মেয়েটি গর্ব করবে।’

ভিডিও কনফারেন্সে বিভিন্ন দেশ থেকে স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত মহিলারা সচিনের সঙ্গে কথা বলেন। সকলকেই ধন্যবাদ জানিয়েছেন মাস্টার ব্লাস্টার।