ফের মানবিক বিরাট-অনুষ্কা, মুম্বই পুলিশের তহবিলে দান করলেন ১০ লক্ষ টাকা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 10 May 2020 10:18 AM (IST)
সারা দেশে মহারাষ্ট্রেই করোনা আক্রান্তের সংখ্যা সব থেকে বেশি।
মুম্বই: প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে আগেই মোটা টাকা অনুদান দিয়েছিলেন। যার অঙ্কটা প্রকাশ করতে চাননি কেউই। এবার মুম্বই পুলিশের তহবিলে ১০ লক্ষ টাকার অনুদান দিলেন বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মা। ট্যুইটারে শনিবারই এই খবর শেয়ার করলেন মুম্বইয়ের পুলিশ কমিশনার পরমবীর সিংহ। ট্যুইটারে মুম্বই পুলিশের সিপি লিখছেন, "মুম্বইয়ের পুলিশকর্মীদের তহবিলে দুজনেই ৫ লক্ষ টাকা করে অনুদান দেওয়ার জন্য অনেক ধন্যবাদ অনুষ্কা শর্মা এবং বিরাট কোহলি। করোনা ভাইরাসের সঙ্গে লড়াই করতে আপনাদের এই অনুদান অনেক সাহায্য করবে।" এর আগে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলেও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন তাঁরা। এবার মুম্বইয়ের পুলিশের পাশেও দাঁড়ালেন তারকা দম্পতি। সারা দেশে মহারাষ্ট্রেই করোনা আক্রান্তের সংখ্যা সব থেকে বেশি। এখনও অবধি মৃত্যু হয়েছে ৭৩১ জনের।