পাঁচকুলা: ২০০৭ সালের সমঝোতা এক্সপ্রেস বিস্ফোরণ মামলায় স্বামী অসীমানন্দ সহ চার অভিযুক্তকেই বেকসুর খালাস করে দিল বিশেষ এনআইএ আদালত। এক পাকিস্তানি নাগরিকের আবেদনের ভিত্তিতে এ মাসের ১৪ তারিখ পর্যন্ত এই মামলার রায় স্থগিত রেখেছিল আদালত। আজ রায় দেওয়া হল।
২০০৭-এর ১৮ ফেব্রুয়ারি সমঝোতা এক্সপ্রেস লিঙ্ক ট্রেনের দু’টি কামরায় বিস্ফোরণে ৬৮ জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে ৪৩ জন পাক নাগরিক, ১০ জন ভারতীয় এবং ১৫ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তি ছিলেন। অসীমানন্দ, কমল চৌহান, রাজিন্দর চৌধুরি ও লোকেশ শর্মার বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র, খুন, খুনের চেষ্টা, দেশদ্রোহিতার মামলা সহ বিভিন্ন ধারায় দায়ের করা হয়। ২০১৪ সালের জানুয়ারিতে চার্জ গঠন করে এনআইএ আদালত। এ মাসের ৬ তারিখ সওয়াল-জবাব শেষ হয়। ১১ তারিখ রায় দেওয়া হবে বলে জানায় আদালত। তবে রায় পিছিয়ে যায়।
সমঝোতা এক্সপ্রেস বিস্ফোরণ মামলায় বেকসুর খালাস স্বামী অসীমানন্দ সহ চার অভিযুক্ত
Web Desk, ABP Ananda
Updated at:
20 Mar 2019 06:52 PM (IST)
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -