আকোলা: দামোদর বিনায়ক সাভারকরকে মরণোত্তর ভারতরত্ন খেতাব দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ২১ অক্টোবর মহারাষ্ট্র বিধানসভা ভোট উপলক্ষ্যে বিজেপির নির্বাচনী ইস্তাহার প্রকাশের পরদিনই স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাজ্যের আকোলায় নির্বাচনী জনসভায় বললেন, বীর সাভারকরের সংস্কার, মূল্যবোধই রাষ্ট্র-নির্মাণের ভিত্তি। সাভারকরকে ভারতরত্ন থেকে বঞ্চিত করা হয়েছে বলে জানিয়েও দুঃখ প্রকাশ করেন তিনি। বলেন, সাভারকরের সংস্কারের (মূল্যবোধ)জন্যই জাতীয়তাবাদকে দেশ গঠনের ভিত্তি মনে করি আমরা।
মহারাষ্ট্রের ভোটপ্রচারে বিজেপি নেতারা সংবিধানের ৩৭০ রদ করে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের ইস্যু তোলায় বিরোধী শিবির আপত্তি করেছে বলে তাদের ‘নির্লজ্জ’ তকমা দেন মোদি। বলেন, কোন সাহসে ওরা ৩৭০ ধারা বাতিলের সিদ্ধান্তের বিরোধিতা করে প্রশ্ন তোলে যে, এর সঙ্গে মহারাষ্ট্রের ভোটের সম্পর্ক কী! জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার নিয়ে কেন্দ্রকে নিশানা করায় বিরোধীদের তীব্র আক্রমণ করে মোদি বলেন, বিজেপি মানুষের নজর ঘোরানোর জন্যই কাশ্মীর, ৩৭০ বাতিলের ইস্যু প্রচারে নিয়ে আসছে, এই অভিযোগ তোলার জন্য ‘লজ্জায় মাথা হেঁট’ হওয়া উচিত ওদের। এনসিপি সভাপতি শরদ পওয়ার সম্প্রতি প্রকৃত ইস্যুগুলি থেকে মানুষের নজর ঘোরাতেই বিজেপি বারবার ৩৭০ অনুচ্ছেদ তুলছে বলে অভিযোগ করেন।
মহারাষ্ট্র, জম্মু ও কাশ্মীরের সম্পর্ক নিয়ে যারা প্রশ্ন তুলছে, তারা রাজনৈতিক সুবিধাবাদী বলে কটাক্ষ করেন প্রধানমন্ত্রী। বলেন, আমরা মহারাষ্ট্রের গর্বিত সন্তান যারা জম্মু ও কাশ্মীরের জন্য জীবন দিয়েছি। আর আজ, যারা রাজনীতি, নিজেদের পরিবারের স্বার্থচিন্তায় ডুবে রয়েছে, বলছে, মহারাষ্ট্রের সঙ্গে জম্মু ও কাশ্মীরের কী সংযোগ? লজ্জায় মাথা নত হওয়া উচিত। এরাই সেই লোক যারা হিন্দুত্বের তাত্ত্বিক নেতা সাভারকরকে অপমান করে, বাবা সাহেব অম্বেডকরকেও পদে পদে লাঞ্ছনা করেছে, তাঁকে ভারতরত্ন দিতে দেয়নি।
বিজেপির ইস্তাহারে দেশের প্রথম সারির দুই সমাজ সংস্কারক জ্যোতিবা ফুলে, সাবিত্রীবাই ফুলেকেও দেশের সর্বোচ্চ অসামরিক সম্মান দেওয়ার কথা রয়েছে। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফঢ়নবিশ বলেন, বিজেপির জোটসঙ্গী শিবসেনা বহুদিন ধরেই ওঁদের ভারতরত্ন প্রদানের দাবি করছে। এই প্রথম বিজেপি সরকারিভাবে সুপারিশ করল। শিবসেনাও বিজেপির প্রতিশ্রুতিকে স্বাগত জানিয়ে বলেছে, এটা বহুদিন ধরেই বকেয়া রয়েছে। সাভারকরের মারাঠি ভাষা ও মহারাষ্ট্রের সংস্কৃতিতে অবদান আছে।
কংগ্রেস-এনসিপি জোটকে ‘ভ্রষ্টাচারী জুটি’ তকমা দিয়েও ওরা মহারাষ্ট্রকে এক দশক পিছিয়ে দিয়েছে বলেও অভিযোগ করেন মোদি।
গতকাল হরিয়ানার কুরুক্ষেত্রের জনসভায়ও ৩৭০ নিয়ে কংগ্রেসকে নিশানা করে মোদি বলেন, ওরা ৩৭০ ইস্যুতে দুনিয়াব্যাপী শোরগোল করে চলেছে। রাজনীতি থেকে যায়, ভোট আসে যায়, জয়-পরাজয় হয়। কিন্তু জাতীয় নিরাপত্তা সর্বোচ্চ অগ্রাধিকারের বিষয়ই থাকে। আর কতকাল জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসবাদ, বিচ্ছিন্নবাদ চলতে থাকবে? আর কতদিন বীর জওয়ানদের সেখানে শহিদ হতে হবে? আজ আমরা মানবিকতা নিয়ে কঠোর, জনস্বার্থে বড় সিদ্ধান্ত নিচ্ছি। বিচ্ছিন্নতাবাদের অধ্যায়ের অবসান হওয়া চাই। তরুণ, তরতাজা যুবকদের জীবন ধ্বংস হওয়া উচিত নয়। মায়েদের কোল সন্তানহারা না হয়।