নয়াদিল্লি: # আধার প্রকল্প সাংবিধানিক ভাবে বৈধ বলে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট।
# আধার প্রসঙ্গে সুপ্রিম কোর্টের বেঞ্চের মত, সর্বসেরা হওয়ার চেয়ে অভিনব হওয়া ভাল। আধার এক অভিনব ব্যাপার। বিচারপতি এ কে সিকরি আধার নিয়ে নিজের, প্রধান বিচারপতি দীপক মিশ্র, বিচারপতি এ এম খানবিলকরের পক্ষে রায় জানালেন।

#পাশাপাশি সুপ্রিম কোর্ট বলল, আধার আইনে এমন কিছু নেই যা ব্যক্তির গোপনীয়তা লঙঘন করে।

# ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার সংযুক্তিকরণ বাধ্যতামূলক নয়, বলল বেঞ্চ।

#টেলিকম কোম্পানিগুলি আধার লিঙ্ক করতে বলতে পারবে না গ্রাহকদের।

#আয়কর রিটার্ন ফাইল করার ক্ষেত্রে বাধ্যতামূলক আধার।

# প্যান নম্বর পেতে গেলেও দিতে হবে আধার নম্বর।

#কোনও শিশুকে আধার নম্বর না থাকার জন্য কোনও স্কিমের সুবিধা পাওয়া থেকে বঞ্চিত করা যাবে না।

#সিবিএসই, এনইইটি, ইউজিসি আধার বাধ্যতামূলক করতে পারবে না, স্কুলে ভর্তির ক্ষেত্রেও বাধ্যতামূলক নয় আধার, জানিয়ে দিল শীর্ষ আদালত।

# আধার নথিভুক্তিকরণের জন্য ন্যূনতম বায়োমেট্রিক, ডেমোগ্র্যাফিক তথ্য নিয়েছে ইউএডিএআই। আধার পরিচয়পত্র সমাজের একেবারে অবহেলিত অংশকে ক্ষমতা দিচ্ছে, পরিচিতির প্রমাণ দিচ্ছে।

# ডুল্পিকেট অর্থাত নকল আধার কার্ড পাওয়ার কোনও সম্ভাবনাই নেই।

# মানুষের মর্যাদার ধারণাকে আরও জোরদার করল বেঞ্চের রায়, বললেন বিচারপতি সিকরি।

# আধারের জন্য দেওয়া তথ্য সুরক্ষিত রাখার জোরদার ব্যবস্থা চালু করতে হবে যথা শীঘ্র সম্ভব।

# বেসরকারি সংস্থাগুলিকে আধার তথ্য সংগ্রহ করার অনুমতি দেওয়া আধার আইনের ৫৭ অনুচ্ছেদ বাতিল করে দিল শীর্ষ আদালত।

#বেআইনি অনুপ্রবেশকারীদের আধার না দিতে নির্দেশ সরকারকে।

#আধার বৈধকরণ সংক্রান্ত তথ্য ৬ মাসের বেশি মজুত রাখা যাবে না।