নয়াদিল্লি: সংশোধিত নাগরিকত্ব আইন কার্যকরে স্থগিতাদেশ নয়। জানাল সুপ্রিম কোর্ট। একইসঙ্গে, জানুয়ারির দ্বিতীয় সপ্তাহের মধ্যে কেন্দ্রের জবাব তলব করেছে শীর্ষ আদালত। ২২ জানুয়ারি সুপ্রিম কোর্টে পরবর্তী শুনানি।
এদিন প্রধান বিচারপতি এসএ বোবদে, বিচারপতি বিআর গাভানি ও বিচারপতি সূর্যকান্তের ডিভিশন বেঞ্চ সংশোধিত নাগরিকত্ব আইন কার্যকরে স্থগিতাদেশ দিতে অস্বীকার করে। আদালত জানিয়েছে, জানুয়ারি মাসে এই সংক্রান্ত আর্জি শোনা হবে।
বুধবার থেকেই শীর্ষ আদালতে শীতকালীন ছুটি পড়ছে। ফলে, আবেদনকারীরা দাবি করেছিল, আইন কার্যকর রুখতে। কিন্তু, বেঞ্চ সেই আবেদনে সাড়া না দিয়ে পরবর্তী শুনানি ২২ জানুয়ারি রাখে। সংশোধিত নাগরিকত্ব আইনের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে ৫৯টি মামলা দায়ের হয় সুপ্রিম কোর্টে। শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল আইইউএমএল।
একইভাবে, আবেদন করেছিলেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ, এআইএম প্রধান আসাদউদ্দিন ওয়েইসি, তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র। এর পাশাপাশি, পিস পার্টি, রিহাই মঞ্চ এবং সিটিজেন্স এগেইনস্ট হেট-- সহ একাধিক সংগঠনও আইনের বিরুদ্ধে মামলা দায়ের করে।
সংশোধিত নাগরিকত্ব আইন কার্যকরে স্থগিতাদেশ নয়, জানাল সুপ্রিম কোর্ট
Web Desk, ABP Ananda
Updated at:
18 Dec 2019 12:13 PM (IST)
একইসঙ্গে, জানুয়ারির দ্বিতীয় সপ্তাহের মধ্যে কেন্দ্রের জবাব তলব করেছে শীর্ষ আদালত।
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -