মুম্বই:  এবার সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে দেশজুড়ে বিক্ষোভ নিয়ে কেন্দ্রকে একহাত নিল শিবসেনা। মুখপত্র ‘সামনা’তে তাঁদের মতামত, ‘নাগরিকত্ব সংশোধিত আইন নিয়ে উত্তাল সারা দেশ। সমস্যাটা এখন কেন্দ্রের হাতের বাইরে চলে গেছে। জ্বলছে দেশের উত্তরপূর্বের রাজ্যগুলি, বিদ্রোহ শুরু হয়েছে বিহার, লখনউ এবং অন্যান্য রাজ্যেও।’
এর পাশাপাশি জামিয়া মিলিয়াকাণ্ডেও কেন্দ্রর বিরুদ্ধেই তোপ দেগেছে তাদের একসময়ের সহযোগী শিবসেনা। সেদিনের ঘটনায় পুলিশের ভূমিকাকে ‘অমানবিক ও বেআইনি’ বলে নিন্দা করেছে তারা।
‘বিক্ষুব্ধ জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের দিকে বন্দুক উঁচিয়েছে পুলিশ। এটা একেবারেই আইনবিরুদ্ধ। গুলি ছোড়া হয়েছে। যখন তুমি তোমার নিজের ছাত্রছাত্রীদের দিকে বন্দুক তাক করো, তখন বুঝতে হবে পরিস্থিতি হাতের বাইরে চলে গেছে।...জালিয়ানওয়ালাবাগে ব্রিটিশ পুলিশের ভূমিকা এর থেকে কিছুমাত্র আলাদা ছিল না।’, মন্তব্য শিবসেনার।
এই ঘটনাতেও নরেন্দ্র মোদি বরাবরের মতো পাকিস্তানের ঘাড়েই দোষ চাপাবেন, কটাক্ষ শিবসেনার।
দ্বিতীয়বার ক্ষমতায় এসেও কেন সাভারকরকে ভারতরত্ন দিল না বিজেপি, মুখপাত্র ‘সামনা’য় প্রশ্ন শিবসেনার।