নয়াদিল্লিঃ আশা তাঁরা ছেড়েই দিয়েছেন প্রায়। অনেকের পরিবার এখন আটকে পড়া নাবালক শ্রমিকদের মৃতদেহের অপেক্ষায়। পূর্ব জয়ন্তিয়া পাহাড়ে বেআইনি কয়লা খনির মধ্যে জল ঢুকে আটকে পড়া ১৫ জন কিশোর শ্রমিকের এখনও কোনও সন্ধান মেলেনি। ঘন জঙ্গলের মধ্যে টিলার উপর সংকীর্ণ সেই খনি থেকে তাদের উদ্ধার করা এতটাই কঠিন যে আধুনিক প্রযুক্তি ও শক্তিশালী জলনিকাশি পাম্প ছাড়া সেই কাজ কার্যত অসম্ভব। এমত পরিস্থিতিতে জরুরি ভিত্তিতে সরকার ও অন্যান্য প্রয়োজনীয় প্রতিষ্ঠানকে পদক্ষেপ করার নির্দেশ দিতে, সুপ্রিম কোর্টে একটি জনস্বার্থ মামলা করেছেন আইনজীবী আদিত্য এন প্রসাদ।


শীর্ষ আদালতও মামলার গুরুত্ব বুঝে  বৃহস্পতিবারই শুনানির দিন ধার্য করেছে। বেআইনি ওই খনিতে ঢোকা বেরোনোর রাস্তার উচ্চতা মাত্র ৩-৪ ফুট। সেখানে জল ঢুকে গিয়ে ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। কয়েকদিন জল জমে থাকায় দুর্গন্ধও ছাড়ছে। সুপ্রিম কোর্টের কাছে আর্জি, কেন্দ্র ও রাজ্য সরকার যেন সামরিক বাহিনির আধুনিক প্রযুক্তি ব্যবহার করে তাদের উদ্ধারের ব্যবস্থা করে। ২০১৮য় তাইল্যান্ডে গুহায় আটকে পড়া ছোটদের ফুটবল টিমকে, পুণের কেবিএল নামে যে সংস্থা উচ্চক্ষমতাসম্পন্ন পাম্প ব্যবহার করে উদ্ধার করেছিল, তাদের কাছেও কেন্দ্রীয় সরকার যদি সাহায্য চায়, তাহলেও উদ্ধারকাজে গতি আসতে পারে। সুপ্রিম কোর্ট কেন্দ্রকে যাতে সেই নির্দেশও দেয়, আর্জি জানানো হয়েছে ওই মামলায়।