বেশ কিছুদিন ধরেই রাফাল সহ একাধিক ইস্যুতে বড় শরিককে বিরোধী দলগুলির মতোই আক্রমণ করে চলেছে উদ্ধব ঠাকরের দল। এদিন রাফাল ইস্যুতে বলতে গিয়ে রাজীব গাঁধী আমলের বফর্স ডিলের উল্লেখ করেন সাবন্ত। বফর্স ডিলেও রাজীবের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে শোরগোল তুলেছিলেন তত্কালীন বিরোধীরা। সাবন্ত বলেন, বফর্সও ভাল বন্দুক ছিল, কিন্তু তার ডিলটা ছিল খারাপ। এখন সেই একই অভিযোগই তোলা হচ্ছে। লোকে বলছে, রাফাল ভাল বিমান, কিন্তু চুক্তিটা খারাপ।
কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি বিষয়টি নিয়ে সংসদে বললেও বিভ্রান্তি বহাল রয়েছে বলে জানান সাবন্ত। বলেন, সু্প্রিম কোর্ট তার রায়ে একবারও বলেনি যে, জেপিসি তদন্ত হওয়া উচিত নয়।
রাফাল ডিলে রাষ্ট্রায়ত্ত্ব সংস্থা হ্যালকে বাদ দিয়ে অনিল অম্বানির প্রতিরক্ষা সরঞ্জাম নির্মাতা সংস্থাকে শরিক করায় বিরোধীদের সুরেই তিনি প্রশ্ন করেন, কেন অফসেট ডিল এমন একটি সংস্থাকে দেওয়া হল যাদের ‘অস্তিত্ব শুধু কাগজ কলমেই রয়েছে’।