কলকাতা: ৩০ জুন পর্যন্ত স্কুল ছুটিতে। অনেকেই ভাবছিলেন জুলাই মাস থেকে হয়ত খুলবে স্কুল। অনেক স্কুল সেই জন্য সোশ্যাল ডিস্টান্সিংয়ের মহড়াও শুরু করেছিল। পাশাপাশি, অভিভাবকদের আশঙ্কা ছিল, যে হারে দেশে ও এরাজ্যেও করোনা সংক্রমণের সংখ্যা উত্তুরোত্তর বৃদ্ধি পাচ্ছে, তাতে জুলাইতে স্কুল খুললে তাঁদের সন্তানদের কোনও বিপদ হবে না তো?


এই পরিস্থিতিতে তামাম বুধবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন, জুলাই মাসেও স্কুল খুলবে না। তবে নির্ধারিত পরীক্ষা হবে। একইসঙ্গে, বেসরকারি স্কুলগুলির প্রতি ফি না বৃদ্ধির আবেদন করেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, ‘৩০ জুন পর্যন্ত স্কুল ছুটি, মনে হয় জুলাই হয়ে যাবে। জুলাইয়ে স্কুল খুলবে না, পরীক্ষা হবে। বেসরকারি স্কুলের কাছে আবেদন ফি বাড়াবেন না। মানুষের হাতে এখন টাকা নেই।


এর পাশাপাশি, এক নজরে দেখে নেওয়া যাক, মুখ্যমন্ত্রী কী বলেছেন ---




  • ‘দেশজুড়ে কর্মে সর্বনাশ, পরিকল্পনায় বিনাশ’

  • ‘মানুষের পাশে না দাঁড়িয়ে রাজনৈতিক দূরভিসন্ধি’

  • ‘মানুষের হয়ে কথা বলার লোক আজ কম’

  • ‘অপরিকল্পিত লকডাউন করা হয়েছে’

  • ‘বিয়েবাড়ি ও ধর্মীয় স্থানে একসঙ্গে ২৫ জনের অনুমতি’

  • ‘আমি করোনা এক্সপ্রেস বলিনি’

  • ‘আমি বলেছিলাম পাবলিক বলছে’

  • ‘লকডাউনের আগে শ্রমিকদের ফেরানো উচিত ছিল’

  • ‘বাংলা থেকে কেউ ফিরতে চাননি’

  • ‘পরিযায়ী শ্রমিকদের কেন একসঙ্গে পাঠানো হল’

  • ‘৭ দিনের মধ্যে পরিযায়ী শ্রমিকদের করোনা টেস্ট’

  • ‘পরিযায়ী শ্রমিকদের এবার থেকে ৭ দিনের কোয়ারেন্টিন’

  • ‘আমরা টেস্ট বাড়াতে চাইছি, তাতে আক্রান্ত বাড়বে’

  • ‘এখনও ট্রেনে ৩০ হাজার শ্রমিক ফিরবেন’

  • ‘পরিযায়ী শ্রমিকদের ১০০ দিনের কাজে লাগানো হবে’

  • ‘কেন্দ্র বলেছিল, লকডাউনে শ্রমিকদের বেতন দেবে সংস্থা’

  • ‘আতঙ্কিত হবেন না, সাবধান থাকুন’

  • ‘করোনা রুখতে মাস্ক পরুন’

  • ‘অনেকেই মাস্ক পরছেন না’